× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

যুবমহিলা লীগের সম্পাদকও কর্মসৃজন প্রকল্পের শ্রমিক!

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, যশোর থেকে
২৬ সেপ্টেম্বর ২০১৮, বুধবার

চৌগাছা উপজেলা যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক নাছিমা খাতুন ওরফে নাছিমা খানম সরকারের কর্মসৃজন প্রকল্পের একজন শ্রমিক! সমাজের অতি দরিদ্রদের জন্য কর্মসৃজন প্রকল্পের ৪০ দিনের শ্রমিক হিসেবে তিনি ৮ হাজার টাকার বিল তুলেছেন। গত বুধবার তিনি কৃষি ব্যাংকের চৌগাছা শাখা থেকে এই টাকা তুলেছেন বলে নিশ্চিত করেছেন ব্যাংকের ব্যবস্থাপক বুলবুল আহমেদ মিলন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলা যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক নাছিমা খাতুন উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের মাশিলা গ্রামের প্রবাসী আবদুর রাজ্জাকের স্ত্রী। ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার হাফিজুর রহমান তাকে কর্মসৃজন প্রকল্পের শ্রমিক হিসেবে চৌগাছা কৃষি ব্যাংকের হিসাব খোলার স্বাক্ষর কার্ডে প্রত্যয়ন করেন। শ্রমিক হিসেবে চৌগাছা কৃষি ব্যাংকে তার হিসাব নম্বর ১০৭৬৭। শ্রমিক হিসেবে ব্যাংক থেকে ৪০ দিনের বিল ৮ হাজার টাকা তুলে নিলেও একদিনও তাকে কোনো সড়কে কাজ করতে দেখেননি ওই ওয়ার্ডের বাসিন্দা বা অন্য শ্রমিকরা। এ বিষয়ে নাছিমা খাতুন বলেন, আপনি আনোয়ার শেখের (ইউপি চেয়ারম্যান) কাছে শুনবেন তাহলে ভাল হবে। আর যারা বলেছে, তারা কে আমাকে কোথায় দেখেছে? প্রশ্ন ছুড়ে দিয়েছেন।
স্বরূপদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আনোয়ার হোসেন বলেন, বোঝেন তো। রাজনীতি করে। কিছু সুযোগ-সুবিধা তো দিতেই হয়। উল্লেখ্য জুন-জুলাই মাসে অতিদরিদ্রদের জন্য কর্মসৃজন প্রকল্পের (৪০ দিনের কর্মসৃজন) কাজ সারা দেশের ন্যায় চৌগাছাতেও শেষ হয়। তবে উপজেলাব্যাপী এই প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে সরজমিন প্রতিবেদন প্রকাশ হওয়ায় যাচাই-বাছাই করে সেপ্টেম্বর মাস থেকে বিল ছাড়ছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর