× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ শওয়াল ১৪৪৫ হিঃ

‘ডেন কেক ডেজার্ট জিনিয়াস ২০১৮’ সিলেটের বাছাইপর্ব

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
২৬ সেপ্টেম্বর ২০১৮, বুধবার

দেশব্যাপী ডেজার্ট তৈরির প্রতিযোগিতা ‘ডেন কেক ডেজার্ট জিনিয়াস ২০১৮’-এর আঞ্চলিক বাছাইপর্ব চলছে। ভিন্নধর্মী এই আয়োজনের অংশ হিসেবে গতকাল সিলেটের স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রাথমিক বাছাইপর্বে নির্বাচিত ৪০ জনেরও বেশি প্রতিযোগী অংশ নেয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে বিভিন্ন ধাপের মাধ্যমে ৩ জনকে ইয়েস কার্ড দিয়ে পরবর্তী স্টুডিও রাউন্ডের জন্য নির্বাচন করা হয়। ময়মনসিংহ, বগুড়া, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেটের পর পর্যায়ক্রমে ঢাকাসহ দেশের আরো দুটি শহরে আঞ্চলিক বাছাইপর্ব শেষে স্টুডিও রাউন্ডটি ঢাকায় অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন ডেন কেক-এর হেড অব মার্কেটিং মিনহাজ হোসেনসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা। এসময় মিনহাজ হোসেন বলেন, ‘দেশের প্রত্যন্ত অঞ্চলে হাজার প্রতিভাবান মানুষ অবহেলায় অযত্নে পড়ে আছে। এসব প্রতিভাকে মূল্যায়িত করতে ডেজার্ট বানানোর এই ভিন্নধর্মী প্রতিযোগিতার আয়োজন করেছে ডেন কেক। তিনি জানান, দেশব্যাপী চলমান এই আঞ্চলিক বাছাইপর্ব শেষে নির্বাচিত ২৫ জনকে নিয়ে পরবর্তী স্টুডিও রাউন্ডটি ঢাকায় অনুষ্ঠিত হবে এবং সবশেষে তাদের মধ্য থেকে ৩ জন বিজয়ী নির্বাচন করা হবে।
যাদের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার। প্রথমস্থান অধিকারী পাবেন একজন সঙ্গীসহ ডেনমার্ক ঘুরে আসার সুযোগ। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন শেফ আনাযারা শেখ, দিল আফরোজ সাইদা ও মৌরী ইসরাত খান।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর