× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

১৩ ঘণ্টা দুর্ভোগের পর মহাখালী টার্মিনাল থেকে বাস চলাচল শুরু

এক্সক্লুসিভ

স্টাফ রিপোর্টার
২৬ সেপ্টেম্বর ২০১৮, বুধবার

দীর্ঘ ১৩ ঘণ্টা বন্ধ থাকার পর মহাখালী বাস টার্মিনাল থেকে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। এক বাসচালককে মারধর ও টাকাপয়সা ছিনতাইকে কেন্দ্র করে সোমবার রাত ১১টা থেকে গতকাল বেলা ১২টা পর্যন্ত বাস বন্ধ রাখেন পরিবহন শ্রমিকরা। এ সময় টার্মিনাল থেকে কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি এবং টার্মিনালের ভিতরেও কোনো বাস প্রবেশ করেনি। এ সময় সড়কের দুই পাশে এক লেন ধরে বাসের দীর্ঘ লাইন পড়ে যায়। বাস চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন শতশত যাত্রী। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, পরিবহন শ্রমিকরা কিছু হলেই বাস বন্ধ করে সাধারণ যাত্রীদের কষ্ট দেন। তবে দুপুরে বাস চলাচল শুরু করলে তারা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
গতকাল সরজমিন দেখা যায়, দুপুর সাড়ে ১২টায় মহাখালী টার্মিনাল থেকে নেত্রকোনা, ময়মনসিংহ, টাঙ্গাইল, সিলেটসহ দূরপাল্লার বিভিন্ন গন্তব্যে বাস ছেড়ে যেতে। রাত ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ ছিল।
পরিবহন শ্রমিক নেতা ও বাস শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার রাতে নেত্রকোনা-বিরিশিরি রুটের একটি বাস সিয়াম পেট্রল পাম্পে তেল নিতে গেলে চালকের সঙ্গে স্থানীয় যুবকদের সঙ্গে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ওই যুবকরা চালককে মারধর করে মাথা ফাটিয়ে দেয়। এর পরিপ্রেক্ষিতে বাস শ্রমিকেরা ওই রাতেই এই টার্মিনালের সামনের রাস্তা বন্ধ করে আন্দোলন শুরু করে। এ সময় তারা অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রাখারও ঘোষণা দেন।
মহাখালী বাস টার্মিনাল থেকে উত্তরবঙ্গে চলাচল করে একতা পরিবহন। এ বাসের এক কর্মচারী নাম প্রকাশ না করে বলেন, রাত আড়াইটার দিকে তিনি টার্মিনালে আসার পথে সড়কের ওপর বাসের দীর্ঘ সারি দেখতে পান। তিনি বলেন, আমি এসে দেখি টার্মিনালে বাস বন্ধ থাকতে। তবে তারা সড়ক বন্ধ করে রাখছিল কিনা তা আমি জানি না। সকালে শ্রমিকরা বাস চলাচল বন্ধ রাখে। পরে শ্রমিক নেতারা হামালার ঘটনায় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে দুপুর ১২টা থেকে আমরা বাস ছাড়া শুরু করি।
ঢাকা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. জামাল উদ্দিন বলেন, বাস চালককে মারধরের ঘটনায় আমরা রাতেই বনানী থানায় মামলা করতে যাই। কিন্তু আমাদের মামলা থানায় নেয়নি। হামলাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিলে শ্রমিকরা গাড়ি চালাবে না বলে ঘোষণা দেন। তারা রাত থেকেই গাড়ি বন্ধ রাখেন। পরে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শ্রমিক নেতাদের হস্তক্ষেপে দুপুর ১২টায় বাস চলাচল শুরু করে। বাস চালককে মারধরের ঘটনায় বনানী থানায় একটি মামলা হয়েছে। যাতে একজনকে আটক করছে বলে তিনি জানান।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর