× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

শ্রীমঙ্গলে পঞ্চম নিলামে ৭০ কোটি টাকার চা পাতা বিক্রি

বাংলারজমিন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০১৮, বুধবার

শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্রে পঞ্চম  চা নিলাম সম্পন্ন হয়েছে। পঞ্চম নিলামে উত্তোলন করা হয় ২২ লাখ ৯০ হাজার ৭৫০ কেজি চা পাতা। যার মূল্যে প্রায় ৭০ কোটি টাকা। সোমবার দিনব্যাপী ‘টি ট্রেডার্স অ্যান্ড প্লান্টারস এসোসিয়েশন বাংলাদেশ’-এর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত চা নিলামে দেশের বিভিন্ন স্থান থেকে অর্ধশতাধিক বায়ার ও ৮টি ব্রোকার হাউজ অংশ নেয়। শ্রীমঙ্গলের ‘টি ট্রেডার্স অ্যান্ড প্লান্টারস এসোসিয়েশন বাংলাদেশ’ এর সদস্য মো.কাউছার ইকবাল নয়া দিগন্তকে এ তথ্য জানিয়েছেন।  পঞ্চম  নিলামে শুরুতেই ইউনিটি ব্রোকার্স-এর নিলাম ডাক দিয়ে নিলামের কার্যক্রম শুরু হয়। জানা গেছে, চায়ের প্রথম নিলামে চা ওঠে ৫ লাখ ৫৭ হাজার কেজি, দ্বিতীয় নিলামে ১২ লাখ ৮৮ হাজার ৬৫০ কেজি ও তৃতীয় নিলামে উত্তোলন করা হয় ১৮ লাখ ৪ হাজার কেজি, চতুর্থ নিলামে ২২ লাখ ১১ হাজার ৫৫০ কেজি পাতা। পঞ্চম নিলামে ২২ লাখ ৯০ হাজার ৭৫০ কেজি চা পাতা ওঠে। পঞ্চম নিলামে শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্র চা বাগান মালিক ও বিভিন্ন চা বাগানের পরিচালক, ব্যবস্থাপক এবং টি ট্রেডার্স অ্যান্ড প্লান্টারস এসোসিয়েশন নেতারা অংশ নেন।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর