× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

মেসির ভোট পেলেন রোনালদো

খেলা

স্পোর্টস ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০১৮, বুধবার

ফিফা বর্ষসেরা খেলোয়াড় বাছাইয়ে কে কাকে ভোট দিয়েছেন তা প্রকাশ করেছে ফিফা। এখানেই উঠে এসেছে চমকপ্রদ তথ্য। লিওনেল মেসির ভোট পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বী মেসিকে পছন্দের বাইরে রাখেন সিআর সেভেন।
বর্ষসেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে এবার মেসি ও রোনালদোর এক যুগের আধিপত্যের অবসান টানেন লুকা মদরিচ। গত দুই বছর ‘দ্য বেস্ট ফিফা মেন্স প্লেয়ার’- পুরস্কার জেতেন রোনালদো। লন্ডনে অনুষ্ঠিত ২০১৮ দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে যোগ দেননি মেসি ও রোনালদো। জাতীয় দলের অধিনায়ক, কোচ ও নির্বাচিত সাংবাদিকদের ভোটে বর্ষসেরা খেলোয়াড় নির্ধারণ করা হয়। ক্রোয়েশিয়াকে বিশ্বকাপের ফাইনালে নিয়ে যাওয়া রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার মদরিচ পেয়েছেন ২৯.০৫ শতাংশ ভোট।
পাঁচবারের বর্ষসেরা খেলোয়াড় রোনালদোর বাক্সে পড়ে ১৯.০৮ শতাংশ ভোট। আর লিভারপুলের মিশরি তারকা মোহাম্মদ সালাহ পান ১১.২৩% ভোট। প্রত্যেকে তিনটি করে ভোট দিতে পারেন। এর মধ্যে প্রথম পছন্দের খেলোয়াড় পান ৫ পয়েন্ট। দ্বিতীয় পছন্দ ৩ পয়েন্ট ও তৃতীয় ভোট ১ পয়েন্টের সমান। ১০ জনের সংক্ষিপ্ত তালিকা থেকে চূড়ান্ত তালিকায় জায়গা না পেলেও রোনালদোকে ভোট দিয়েছেন মেসি। চিরপ্রতিদ্বন্দ্বীকে তৃতীয় স্থানে রাখেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা। বর্ষসেরার ট্রফি উঁচিয়ে ধরা মদরিচকেই প্রথম স্থানের ভোট দেন মেসি। রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলো রাউন্ডে জোড়া গোল করে মেসির আর্জেন্টিনাকে বিদায় করেন কিলিয়ান এমবাপ্পে। কিন্তু উঠতি ফ্রেঞ্চ ফরোয়ার্ডকে সেরা তিনে রাখেন মেসি। অন্যদিকে সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ ফ্রেঞ্চ সেন্টারব্যাক রাফায়েল ভারানকে শীর্ষে রাখেন রোনালদো। তবে ভোটের ফলাফলে ভারানের অবস্থান নবম। পর্তুগিজ সুপারস্টারের বাকি দুইটি ভোট পান যথাক্রমে মদরিচ ও ভারানের স্বদেশি তারকা অ্যাটলেটিকো মাদ্রিদ ফরোয়ার্ড আন্তোইন গ্রিজম্যান। ভোটের ফলাফলে মেসিকে পেছনে ফেলে চতুর্থ হন এমবাপ্পে। দুইজনের ভোটের হার যথাক্রমে ১০.৫২%, ৯.৮১%। সেরা দশের বাকি পাঁচজন হলেন- গ্রিজম্যান (৬.৬৯%), ইডেন হ্যাজার্ড (৫.৬৫%), কেভিন ডি ব্রুইনা (৩.৫৪%), ভারান (৩.৪৫%), হ্যারি কেইন (০.৯৮%)। এবার প্রাথমিক তালিকায় জায়গা পাননি ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর