× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

পোলার স্কুল হ্যান্ডবল /বালক বিভাগে সানিডেল, মহিলা বিভাগে ভিকারুননিসা চ্যাম্পিয়ন

খেলা

স্পোর্টস রিপোর্টার
২৬ সেপ্টেম্বর ২০১৮, বুধবার

পোলার আইসক্রিম ২৫তম স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট বালক বিভাগে সানিডেল ও বালিকা বিভাগে শিরোপা জিতেছে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ। জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে পুরুষ বিভাগের শিরোপা নির্ধারণী ম্যাচে সানিডেল ৩২-২১ গোলে নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়কে হারায়। বিজয়ী দল প্রথমার্ধে ১৩-০৮ গোলে এগিয়ে ছিল। সানিডেলের পক্ষে বিজয় ৭টি ও ইরফান ৬টি গোল করে এবং নারিন্দার ইয়াছিন ৬টি ও জোবায়ের ৫ গোল করে। একই ভেন্যুতে অনুষ্ঠিত নারী বিভাগের ফাইনালে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ ০৯-০১ গোলে স্কলাসটিকা (উত্তরা)কে হারায়। বিজয়ী দল প্রথমার্ধে ০৪-০০ গোলে এগিয়ে ছিল। বিজয়ী দলের পক্ষে সাদিয়া আক্তার ৬টি গোল করে এবং বিজিত দলের পক্ষে ঋতুপর্ণা ০১টি গোল করে। প্রতিযোগিতা শেষে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আব্দুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব  সৈয়দ শাহেদ রেজা, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহ-সভাপতি ও বালক বিভাগের টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান গোলাম হাবিব, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, টুর্নামেন্ট কমিটির সম্পাদক বালক বিভাগের মো. সেলিম মিয়া বাবু এবং বালিকা বিভাগের পারভিন পুতুল। টুর্নামেন্টে বালক বিভাগে সানিডেল স্কুলের ইরফান এবং বালিকা বিভাগে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের সাদিয়া সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর