× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেট নিয়ে চট্টগ্রামে তোড়জোড়

খেলা

চট্টগ্রাম প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০১৮, বুধবার

আগামী ২৯শে সেপ্টেম্বর থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেট। এই আসরকে ঘিরে এখন সরগরম চট্টগ্রাম। মাঠের প্রস্তুতির পাশাপাশি পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েও ব্যস্ত সময় কাটাচ্ছে চট্টগ্রাম মহানগর পুলিশ। চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মাহবুবর রহমান বলেন, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটে চট্টগ্রামে দেশি-বিদেশি ৪টি দল খেলতে আসছে। তাদের সর্বোচ্চ নিরাপত্তায় সিএমপি ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। এ নিয়ে সিএমপির কয়েকটি প্রস্তুতি সভাও হয়েছে। ৪টি দলের এয়ারপোর্ট থেকে হোটেলে, হোটেল থেকে এম এ আজিজ ও জহুর আহমেদ স্টেডিয়ামে অনুশীলন এবং ম্যাচের সময়ে যেতে আসতে ক্রিকেটারদের নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থার কথা জানান তিনি। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে ৮টি দল অংশ নেবে।
এতে চট্টগ্রামে বি এবং ঢাকায় এ গ্রুপের খেলা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ দল বি গ্রুপে রয়েছে। বি গ্রুপের অপর ৩টি দল হচ্ছে পাকিস্তান, হংকং ও শ্রীলংকা। এ গ্রুপে রয়েছে, আফগানিস্তান, সংযুক্ত আরব আমীরাত, ভারত ও নেপাল। টুর্নামেন্ট নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহসভাপতি ও চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন জানান, বি গ্রুপের ৪টি দলই ২৭শে সেপ্টেম্বর চট্টগ্রামে চলে আসবে।
থাকবে হোটেল রেডিসন ব্লুতে। ৪টি দলই ২৮শে সেপ্টেম্বরে দু’মাঠে অনুশীলন করবে। এতে এম এ আজিজ স্টেডিয়ামে পাকিস্তান ও হংকং এবং জহুর আহমেদ স্টেডিয়ামে বাংলাদেশ ও শ্রীলংকা নিজেদের ঝালিয়ে নেবে। এরপর ২৮শে সেপ্টেম্বর দুপুরে এম এ আজিজ স্টেডিয়ামে ৪টি দলের অধিনায়কদের উপস্থিতিতে ট্রফি উন্মোচন করা হবে। উল্লেখ্য, ২৯শে সেপ্টেম্বর এম এ আজিজ স্টেডিয়ামে চট্টগ্রাম জেলা প্রশাসক মো. ইলিয়াছ হোসেন এবং একই দিনে জহুর আহমেদ স্টেডিয়ামে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন ম্যাচ ২টির উদ্বোধন করবেন। ম্যাচ দুটির টিকিট ২৮শে সেপ্টেম্বর থেকে এম এ আজিজ স্টেডিয়াম ও জহুর আহমেদ স্টেডিয়াম কাউন্টারে পাওয়া যাবে বলে জানান স্টেডিয়াম ব্যবস্থাপকরা।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর