× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

সিলেট বিএনপির সেক্রেটারি আলী কারাগারে

শেষের পাতা

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
২৬ সেপ্টেম্বর ২০১৮, বুধবার

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। সিটি নির্বাচনের আগে নগরীর উপশহরে উপ পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে অবস্থান গ্রহের সময় পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগ দায়ের করা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। সিলেট সিটি করপোরেশন নির্বাচনের আগে ২১শে জুলাই নগরীর ঝালোপাড়া থেকে বিএনপির দুই কর্মীকে আটক করে নিয়ে আসে পুলিশ।

এ সময় বিএনপি দলীয় মেয়র প্রার্থী ওই দুই কর্মীকে তার কর্মী দাবি করে নগরীর উপশহরে দক্ষিণ পুলিশের উপ-কমিশনারের কার্যালয়ের সামনে অবস্থান নেন। তার সঙ্গে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও অবস্থান নেন। এ ঘটনায় শাহপরাণ থানা পুলিশ সিলেট বিএনপির নেতাকর্মীদের আসামি করে শাহপরাণ থানায় মামলা দায়ের করেছিল। এ মামলায় অন্যসব বিএনপি নেতারা উচ্চ আদালত থেকে জামিন নিলেও প্রবাসে থাকায় এবং শেষে মায়ের মৃত্যুজনিত কারণে উচ্চ আদালত থেকে জামিন নেননি সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ।

মঙ্গলবার সিলেট মহানগর দায়রা জজ আদালতে এই মামলায় জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন।
এদিকে জামিন না মঞ্জুর করার পর আলী আহমদকে প্রিজন ভ্যানে সিলেট কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়। আলী আহমদের আইনজীবীরা জানিয়েছেন, কয়েক দিন আগে আলী আহমদের মায়ের মৃত্যুর হয়। এসব কারণে তিনি উচ্চ আদালতের জামিনে ছিলেন না। মঙ্গলবার তিনি আদালতে জামিন প্রার্থনা করলেও পাননি।

তারা দ্রুত আলী আহমদের জামিনের জন্য উচ্চ আদালতের শরণাপন্ন হবেন বলে জানান। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর জাসাস নেতৃবৃন্দ। এক বিবৃতিতে জেলা জাসাস সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক জয়নাল আহমেদ রানু, মহানগর জাসাস সভাপতি মূসা রেজা চৌধুরী, সাধারণ সম্পাদক তাজ উদ্দিন মাসুম, মহানগর সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম ও জেলা সাংগঠনিক সম্পাদক রায়হান এইচ খান বলেন, দেশ পরিচালনায় সব ক্ষেত্রে ব্যর্থ হয়ে আওয়ামী সরকার ফ্যাসিবাদী আচরণের আশ্রয় নিয়ে দেশকে এক ভয়াবহ অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে।

তারা বলেন, মানুষের ভোটের অধিকারকে তুচ্ছ জ্ঞান এবং গণতান্ত্রিক অধিকারের প্রতি তাদের চিরাচরিত অবজ্ঞার কারণে দেশ এখন বন্দিশালায় পরিণত হয়েছে। অবিরাম গতিতে বিএনপিসহ বিরোধী দলগুলোর নেতা-কর্মীদের গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক কাহিনী তৈরি করে মামলা দায়ের করা হচ্ছে, কারান্তরীণ করা হচ্ছে।

ভুয়া, বানোয়াট ও সাজানো মামলায় সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদের জামিন নামঞ্জুর  করে কারাগারে প্রেরণ বর্তমান জনবিচ্ছিন্ন সরকারের ধারাবাহিক অপকর্ম থেকে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। জাসাস নেতৃবৃন্দ অবিলম্বে আলী আহমদ সহ সকল বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করে আলী আহমদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর