× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

আলাপন /‘আটটি চরিত্রে আমাকে দেখা যাবে’

বিনোদন

এন আই বুলবুল
২৬ সেপ্টেম্বর ২০১৮, বুধবার

দুই পর্দার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী দুই বছরের জন্য টেলিযোগাযোগ প্রতিষ্ঠান রবির ব্র্যান্ড অ্যাম্বসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন। এই প্রতিষ্ঠানের আটটি বিজ্ঞাপনে তাকে দেখা যাবে। এরইমধ্যে চারটি বিজ্ঞাপনের কাজ শেষ হয়েছে। খুব শিগগির বাকি চারটির কাজ শেষ করবেন বলে জানান চঞ্চল। বিজ্ঞাপনগুলো নির্মাণ করছেন তানভির। আগামী মাসের প্রথম দিন থেকে এই বিজ্ঞাপনগুলো প্রচারে আসবে। চঞ্চল চৌধুরী বলেন, বাংলাদেশে প্রথমবারের মতো ভিন্ন ভিন্ন আটটি বিজ্ঞাপনে আটটি চরিত্রে আমাকে দেখা যাবে। এর আগে কখনো একসঙ্গে এতগুলো বিজ্ঞাপনে কাজ করিনি।
রোমাঞ্চ, হুমকি আর রহস্যতে ভরপুর এই বিজ্ঞাপনগুলো। প্রচারে এলে সবার ভালো লাগবে আশা করছি। এদিকে এই অভিনেতা ছোট পর্দার কাজের বাইরে এখন ব্যস্ত তার অভিনীত ‘দেবী’ ছবির প্রচার-প্রচারণা নিয়ে। এ ছবির টিম আজ থাকছে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে। ছবিটির প্রচার-প্রচারণা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমরা এখন ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ‘দেবী’র প্রচারণা চালাচ্ছি। ছবিটির মুক্তির ঠিক আগে আগে এবং পরবর্তি সময়ে ঢাকার বাইরেও এটির প্রচার-প্রচারণা করবো। ‘দেবী’ নিয়ে চঞ্চল তার প্রত্যাশার কথাও বলেন। তার ভাষ্য, আমরা এই ছবির সংশ্লিষ্ট সবাই অনেক পরিশ্রম করেছি। আমাদের দায়িত্ব ছিল একটি ভালো ছবি নির্মাণের। এখন ‘দেবী’র দায়িত্ব দর্শকের। তারা যখন ছবিটি দেখবেন এবং অন্যকে দেখার জন্য উৎসাহ দেবেন তথন আমাদের পরিশ্রম স্বার্থক হবে। নন্দিত কথাসাহিত্যিক হুমাায়ূন আহমেদের মিসির আলি চরিত্র নিয়ে লেখা প্রথম উপন্যাস ‘দেবী’ অবলম্বনে এ ছবিটি নির্মাণ করা হয়েছে। জয়া আহসানের প্রযোজনায় এটি পরিচালনা করেছেন অনম বিশ্বাস। এটিতে চঞ্চল থাকছেন মিসির আলির চরিত্রে। রানু চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে। অন্যদিকে চলচ্চিত্রের এই সময়ে দুই মাসে বিশটি ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলে জানান চঞ্চল। অন্যরা যেখানে ছবির কাজ পাচ্ছেন না সেখানে তিনি বিপরীতমুখী। এর কারণ কি? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, শুধু বিশটি ছবি কেন এর বেশি হলেও আমি করবো না। যদি সেটি দর্শকের দেখার মতো না হয়। দর্শকের কাছে খারাপ লাগবে এমন কাজ আমি করবো না। একটি ভালো ছবির জন্য সব কিছু কোয়ালিটিফুল হতে হবে। ছবির গল্প-পরিচালক সব কিছু যখন মনের মতো হবে তখনি নতুন ছবির কাজ শুরু করবো। অতি বেশি কাজ করলে সেগুলোর মান থাকে না বলে আমি মনে করি। আমার কাজের সংখ্যা বাড়ানোর প্রয়োজন বলে মনে করি না। আমি ভালো কাজ করতে চাই। ছোট পর্দায় এই অভিনেতা এখন বেশ কয়েকটি ধারাবাহিক নাটকের কাজ করছেন। তার হাতে রয়েছে অনিমেষ আইচের ‘জোসনাময়ী’ ও মাসুদ সেজানের ‘ডুগডুগি’ এবং ‘খেলোযাড়’ শিরোনামের ধারাবাহিকগুলো। অনিমেষ আইচের ‘জোসনাময়ী’ ধারাবহিকটি নির্মাণ হচ্ছে নাগরিক টিভির জন্য। বর্তমানে এটির দ্বিতীয় লটের কাজ করছেন বলে জানান তিনি। এই সময়ে টিভি নাটকের অনেক তারকা ধারাবাহিক নাটকের প্রতি অনিহা প্রকাশ করেন। তাদের শুধু একক নাটক-টেলিছবিতেই দেখা যায়। এ বিষয়ে তিনি বলেন, একজন শিল্পীকে সব ধরনের ভালো কাজের সঙ্গে যুক্ত থাকতে হবে। তবে যারা ধারাবাহিক নাটকে অনিহা প্রকাশ করেন সেটি তাদের ব্যক্তিগত বিষয়। তারা হয়তো ফ্রি থাকতে চান। কারণ ধারাবাহিকে কাজ করলে সারা বছর ব্যস্ত থাকতে হয়। এছাড়া আমি মনে করি, ধারাবাহিকে কাজ করা কিছুটা কষ্টেরও। চরিত্রের প্রয়োজনে একজন শিল্পীকে সব সময় ফিজিক্যালি একই রকম থাকতে হচ্ছে। এটি অনেকের পক্ষে সম্ভব হয় না।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর