বেশ গভীর রাত। আচমকাই আমির খানের বাড়ি থেকে বেরিয়ে এলেন দীপিকা পাডুকোন। কী করছিলেন দুজনে? আমিরের বাসা থেকে মঙ্গলবার গভীর রাতে বের হন দীপিকা। পাপারাজ্জিদের ক্যামেরায় ধরাও পড়েছে সেটা। কিং খান শাহরুখের সঙ্গে সবার প্রথমেই জুটি বেঁধেছেন দীপিকা। তাদের জুটিও সুপারহিট। তাই এবার আমিরের সঙ্গেই কাজ করতে চলেছেন তিনি, মনে করা হচ্ছে এমনটাই। আমিরের সঙ্গে কিছুদিন আগেই দেখা করে গিয়েছেন আলিয়া ভাটও।
এবার দীপিকাকে দেখা গেল আমিরের বাড়িতে। আগামী ৮ নভেম্বর আমিরের ছবি ‘থাগস অব হিন্দুস্তান’ মুক্তি পাচ্ছে। মনে করা হচ্ছে, আমির ইতিমধ্যেই তার পরবর্তী ছবির কাজ শুরু করে দিয়েছেন। গুলশান কুমারের বায়োপিক নিয়েই কাজ শুরু করছেন আমির, বি টাউনে গুঞ্জন এমনটাই। কেউ আবার বলছেন, দীপিকা এবার পা রাখতে চলেছেন প্রযোজনায়। তাই আমিরের সঙ্গে পরামর্শ করছেন। মিস্টার পারফেকশনিস্টকে সঙ্গে নিয়েই প্রযোজনায় প্রথম খাতা খুলতে চান নাকি দীপিকা।
Dupur
১১ অক্টোবর ২০১৮, বৃহস্পতিবার, ৭:০৬Hayy ranbir sesh re sob