× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

‘গানে এখন টিমওয়ার্ক নেই’

বিনোদন

ফয়সাল রাব্বিকীন
১৩ অক্টোবর ২০১৮, শনিবার

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী সৈয়দ শহীদ। ‘এক জীবন’ গানটি এ শিল্পীকে ব্যাপক পরিচিতি এনে দেয়। এ গানটি বাংলা গানের ইতিহাসেরও অন্যতম জনপ্রিয় একটি গান। এর পর আর পেছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক গান করে গেছেন শহীদ। একক ক্যারিয়ার ছাড়াও শহীদ দূরবীন ব্যান্ডের প্রতিষ্ঠাতা ও দলনেতা। এ ব্যান্ডটির মাধ্যমেও অনেক শ্রোতাপ্রিয় গান তিনি উপহার দিয়েছেন। সব মিলিয়ে কেমন আছেন?  শহীদ বলেন, আলহামদুলিল্লাহ।
খুব ভালো আছি। তবে সব সময় ব্যস্ততার মধ্যে দিয়ে দিন কাটছে। আপনার নতুন কিছু গান গত কয়েক মাসে প্রকাশ হয়েছে। সাড়া কেমন মিলেছে? শহীদ বলেন, যে গানগুলো করেছি তার প্রশংসা অনেকেই করেছেন। দেখা হলেই গানগুলোর কথা বলেন। এটাই আসলে পাওয়া। বর্তমান ব্যস্ততা কি নিয়ে? শহীদ বলেন, দেখুন গান আমার পেশা নয়। গান আমার ভালোবাসা। সেদিক থেকে অল্প গান করছি। এরইমধ্যে নতুন কয়েকটি গানে কণ্ঠ দিয়েছি। সামনে এগুলো প্রকাশ হবে। ‘এক জীবন’ বাংলাদেশের ইতিহাসের অন্যতম জনপ্রিয় একটি গান। কিন্তু এ গানের পর শিল্পী শহীদকে সেভাবে পাওয়া যায়নি কেন? উত্তরে এ শিল্পী বলেন, আমি পেশাগতভাবে গান-বাজনা করি না। শখের বসে গান করি। ভালোবাসা থেকে গান করি। সেই গান যখন করি তখন শ্রোতারা পছন্দ করে ফেলেন। গানের প্রতি আমার ভালোবাসা ও ডেডিকেশনটা ছিল। তবে এক্ষেত্রে শ্রোতাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। কারণ, শ্রোতাদের ভালোবাসার কাছে আমি বার বার পরাজিত। দূরবীন-এর কি খবর? শহীদ বলেন, দূরবীন চলছে নিজের গতিতেই। আমরা অবসর পেলে শো করি। আর এমনিতে টুকটাক করে দূরবীনের নতুন গানের কাজও চলছে। সামনে শ্রোতারা নতুন গান পাবেন আমাদের। চলতি সময়ে গানের অবস্থা কেমন মনে হচ্ছে? শহীদ বলেন, গানে এখন টিমওয়ার্ক নেই। একসঙ্গে বসে কাজ হয় না। এর ফলে একটি গান সেরকম মানের হচ্ছে না। এর ওপর জোর দিতে হবে। এখনতো গানের ভিউ নিয়ে এক ধরনের প্রতিযোগিতা চলছে- বিষয়টি কিভাবে দেখছেন? শহীদ বলেন, ভিউর প্রতিযোগিতা বেশি দিন থাকবে না। আর ভিউ দিয়ে জনপ্রিয়তা মাপা যায় না। একটি ভালো অডিও হতে হবে, তারপর সেটার প্রচারে ভিডিও হতে হবে। অডিও ভালো না হলে শত ভালো ভিডিও করেও লাভ নেই।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর