× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

চট্টগ্রামে পূজা উদযাপন পরিষদের নেতা খুন

এক্সক্লুসিভ

চট্টগ্রাম প্রতিনিধি
১৩ অক্টোবর ২০১৮, শনিবার

চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানার সাগরিকা শিববাড়ী মোড়ে বিশ্বজিৎ ধর বিশু (২৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। বিশু নগরীর পাহাড়তলী থানা পূজা উদযাপন পরিষদের অর্থ সমপাদক ও মহানগর উপকমিটির সদস্য।
বৃহসপতিবার দিনগত রাত ৯টার দিকে এই হত্যাকাণ্ড ঘটে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ রাত ১০টার দিকে সাগরিকা গরুর বাজার সংলগ্ন শিববাড়ী মোড় থেকে তার লাশ উদ্ধার করে।
চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) ফারুকুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের শিকার যুবক টিউশনি শেষে বের হওয়ার পর অজ্ঞাত যুবকরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খুনের ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ কুমার দাশ জানান, ছুরিকাঘাতে ঘটনাস্থলেই নিহত বিশুর লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিশু পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী বণিকপাড়ার মিলন ধরের ছেলে। হত্যাকারীদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।
চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি চন্দন তালুকদার বলেন, মাস্টার্স পাস করা বিশ্বজিৎ ধর বিশু একজন ভালো ছেলে ছিল।
টিউশনি করতো সে। কিছুদিন আগে পাহাড়তলী থানা কমিটির দ্বিবার্ষিক সম্মেলনে সে অর্থ সমপাদক নির্বাচিত হয়েছিল। তার মতো ছেলে খুন হবে এটা ভাবা যায় না।
এই খুনের ঘটনার  তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদ। পরিষদের সভাপতি ও সাধারণ সমপাদক শ্রী প্রকাশ দাশ অসিত এক বিবৃতিতে বিশ্বনাথের হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করে দ্রুত শাস্তির দাবি জানান।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর