× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

পুতিনের নির্দেশে পরমাণু মহড়া চালালো রাশিয়া

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(৫ বছর আগে) অক্টোবর ১৩, ২০১৮, শনিবার, ১০:১৫ পূর্বাহ্ন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে দেশটির সামরিক বাহিনী পরমাণু বোমা হামলার মহড়া চালিয়েছে। এ মহড়ায় রুশ নৌবাহিনী ও বিমানবাহিনী অংশ নেয়। সম্প্রতি পশ্চিমা দেশগুলোর সঙ্গে উত্তেজনা বৃদ্ধির পরিপ্রেক্ষিতেই এ মহড়ার নির্দেশ দেয়া হয়। মহড়ায় রাশিয়ার পরমাণু অস্ত্র সংবলিত ক্ষেপণাস্ত্রের প্রদর্শন করা হয়। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছে। বৃটিশ দৈনিক ডেলি স্টারের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার ব্যারেন্টস ও অখোতস্ক সাগরে এই সামরিক মহড়া চালানো হয়েছে। সেখানে সাবমেরিন ও যুদ্ধবিমান থেকে পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। মহড়ায় ব্যালেস্টিক ও ক্রুজ মিসাইল নিক্ষেপের
একটি ভিডিও প্রকাশ করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এতে দেখা যায়, সাবমেরিন থেকে পরমাণু বোমা বহনে সক্ষম টিইউ-৯৫ এমএস, টিইউ-২২ এমথ্রি ও টিইউ-১৬০ বোম্বার্স নিক্ষেপ করা হচ্ছে। এগুলো দীর্ঘপথ পাড়ি দিয়ে রাশিয়া ও কাজাখস্তানের বিভিন্ন স্থানে সফলভাবে আঘাত হেনেছে। তবে এতে কোনো পরমাণু বোমা বিস্ফোরণ ঘটানো হয়নি। এ সময় রুশ ক্ষেপণাস্ত্র সতর্কতা সিস্টেম সবক’টি ক্ষেপণাস্ত্র শনাক্তে সক্ষম হয়েছে বলে জানিয়েছে। উল্লেখ্য, রাশিয়ার কাছে বর্তমানে পৃথিবীর সব থেকে বেশি পরমাণু বোমা রয়েছে। ধারণা করা হয় দেশটির পরমাণু বোমার সংখ্যা ৮ হাজারেরও বেশি। এরমধ্যে কমপক্ষে ১৫০০ বোমা কয়েক মিনিটের নোটিশেই হামলার জন্য প্রস্তুত রয়েছে। এগুলোর বেশিরভাগই পৃথিবীর বিভিন্ন স্থানে সাবমেরিনে রয়েছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর