× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

আলাপন / ‘একটা সময় আমি নোংরা রাজনীতির শিকার হয়েছি’

বিনোদন

কামরুজ্জামান মিলু
১৩ অক্টোবর ২০১৮, শনিবার

ঢাকাই চলচ্চিত্রে একটা সময় যাদের হাতে অনেক ছবি ছিল, ব্যস্ততা ছিল বেশ তাদের বেশিরভাগের হাতে এখন কাজ নেই। নতুন ছবিতে দেখা যাচ্ছে না তাদের। ‘ভুল’ নামের একটি ছবি দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন চিত্রনায়িকা আঁচল। এরপর তার অভিনীত ‘বেইলি রোড’, ‘ভালোবাসার রংধনু’, ‘জটিল প্রেম’, ‘প্রেম প্রেম পাগলামি’, ‘কি প্রেম দেখাইলা’, ‘আজব প্রেম’, ‘হৃদয় দোলানো প্রেম’, ‘স্বপ্ন যে তুই’, ‘ফাঁদ’, ‘কিস্তিমাত’, ‘গুন্ডা : দ্য টেরোরিস্ট’, ‘বোঝে না সে বোঝে না’, ‘এপার ওপার’, ‘মেন্টাল’, ‘আড়াল’সহ বেশকিছু ছবি মুক্তি পায়। এ পর্যন্ত শাকিব খান, আরিফিন শুভ, ইমনসহ বিভিন্ন নায়কের বিপরীতে অভিনয় করেছেন। নতুন ছবিতে না দেখা গেলেও এবার তিনি ভিন্নভাবে দর্শকের সামনে হাজির হতে যাচ্ছেন। ‘ইন্দুবালা’ নামে নতুন একটি ওয়েব সিরিজের কাজে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এটি নির্মাণ করবেন অনন্য মামুন।
এ প্রসঙ্গে আঁচল বলেন, এবারই প্রথম ব্যতিক্রমী একটা কাজের সঙ্গে যুক্ত হলাম। অনেক চমক থাকবে এখানে। এমনিতে বাসায় বসে ইন্টারনেটে  বেশকিছু ওয়েব সিরিজ দেখা হয়েছে। তবে ‘ইন্দুবালা’র কাহিনী একটু ভিন্ন ধরনের। এই ওয়েব সিরিজের কাজে রোববার (আগামীকাল) কলকাতায় যাচ্ছি। এখানে জনপ্রিয় অভিনেত্রী তিশা, নায়ক এবি এম সুমন, তারিক আনামসহ আরো অনেকে কাজ করছেন। কাজটি নিয়ে আমি বেশ আশাবাদী। এখানে কি ধরনের চরিত্রে আঁচলকে দর্শক দেখতে পাবে জানতে চাইলে বলেন, বেশ কয়েকটি পর্বের শুটিং হবে কলকাতায়। এখানে আমাকে দর্শকরা সিআইডি পুলিশের চরিত্রে দেখতে পাবে। বলতে গেলে অপরাধী এবং গোয়েন্দা পুলিশকে কেন্দ্র করেই কাহিনীটা এগিয়ে যাবে। অপরাধীর চরিত্রে তিশা এবং গোয়েন্দা পুলিশের চরিত্রে আমি অভিনয় করব। ওয়েব সিরিজটি প্রযোজনা করছে লাইভ টেকনোলজিস। নির্মাণ শেষে এটি লাইভ টেকনোলজিসের নতুন অ্যাপ সিনেস্পট-এ প্রকাশ হবে। আশা করি, দর্শকরা এটি পছন্দ করবেন। সবশেষ আঁচল তারেক শিকদারের ‘দাগ’ এবং ছটকু আহমেদের ‘এক কোটি টাকা’ ছবিতে বছর খানেক আগে কাজ করেছেন। তাই বলা যায় বিরতি ভেঙ্গে নতুন কাজে ফিরছেন তিনি। এ দুটি ছবির মধ্যে ‘দাগ’-এর কাজ শেষ হয়েছে। দুটি ছবির সবশেষ খবর জানতে চাইলে আঁচল বলেন, ‘দাগ’ ছবিটি আগে মুক্তি পাবে। এ ছবিতে বিদ্যা সিনহা মিম আপুও রয়েছেন। ছবিতে তিনি আমার বড় বোনের চরিত্রে অভিনয় করেছেন। দুই বোনের বিপরীতে নায়ক হিসেবে রয়েছেন বাপ্পি চৌধুরী। ছবিটি সামনে যে কোনো শুভদিনে প্রযোজক মুক্তি দিতে চান। আর ‘এক কোটি টাকা’ ছবির বেশকিছু অংশের কাজ শেষ হয়েছে। এ ছবিতে আমি ডিপজল ভাইয়ের বিপরীতে কাজ করেছি। বেশ ভালো কাজ হয়েছে। সামনে হয়তো এ ছবির বাকি কাজ শুরু হবে। একটা সময় প্রতি মাসেই শুটিং করতেন আঁচল। এখন প্রেক্ষাপট ভিন্ন। ভালো কাজ কারো হাতে তেমন নেই। শোবিজে চলছে অস্থিরতা। মাঝে একটা সময় প্রচন্ড হতাশা নিয়ে ঢাকার চলচ্চিত্র থেকে দূরে ছিলেন আঁচল। তবে চলচ্চিত্রকে ভালোবেসেই আবারো কাজ শুরু করেন। এদিকে ঢাকাই চলচ্চিত্রে এখন পেশাদার প্রযোজকের অভাব রয়েছে বলে জানান এ অভিনেত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, ফিল্মে কাজ করতে গিয়ে একটা সময় আমি নোংরা রাজনীতির শিকার হয়েছি।  একের পর এক ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি। কিন্তু শুটিংয়ের আগেই খবর আসে, আমার জায়গায় অন্য কাউকে নেওয়া হয়েছে। ফেরত দিতে হয়েছে সাইনিং মানিও। এসব মেনে নিতে পারছিলাম না। আর এখন তো নতুন ছবির সংখ্যা অনেক কম। পেশাদার প্রযোজকরাও তেমন কাজ করছেন না। সামনে তাই বুঝে শুনে নতুন কিছু ছবিতে কাজ করতে চাই। সংখ্যা বাড়ানোর জন্য কোনো ছবিতে চুক্তিবদ্ধ হতে চাই না।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর