× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শওয়াল ১৪৪৫ হিঃ

রিয়ালের হয়ে খেলার স্বপ্ন এখনো দেখেন হ্যাজার্ড

খেলা

স্পোর্টস ডেস্ক
১৪ অক্টোবর ২০১৮, রবিবার

রাশিয়া বিশ্বকাপের গুঞ্জন উঠেছিল, চেলসি ছেড়ে রিয়ালে যোগ দিচ্ছেন তিনি। শেষ পর্যন্ত তা আর হয়নি। চেলসির সঙ্গে তার চুক্তি সংক্রান্ত জটিলতার কারণে আটকে যায় রিয়ালের চেষ্টা। পরে বেলজিয়ান এই তারকা বলেছিলেন, চেলসিতে তিনি সুখেই আছেন। তবে শীতকালীন দলবদলে রিয়াল মাদ্রিদে পাড়ি দিতে পারেন এডেন হ্যাজার্ড। এবারের মৌসুমে দারুণ ফর্মে রয়েছেন হ্যাজার্ড। ইংলিশ প্রিমিয়ার লীগে আট ম্যাচে সাত গোল করে রয়েছেন সর্বোচ্চ গোলদাতার তালিকায় সবার ওপরে। চেলসির সঙ্গে হ্যাজার্ডের চুক্তি ২০২০ সাল পর্যন্ত।
ভবিষ্যৎ নিয়ে খুব তাড়াতাড়িই ক্লাবের সঙ্গে বসতে চান তিনি। কারণ ছোটবেলা থেকেই যে, রিয়ালের জার্সিতে খেলার স্বপ্ন তার। গতকাল এক সাক্ষাৎকারে হ্যাজার্ড বলেন, রিয়াল মাদ্রিদ বিশ্বের সেরা ক্লাব। আমি মিথ্যা বলবো না। ছোটবেলা থেকেই আমি রিয়ালের হয়ে খেলার স্বপ্ন দেখি। দেখা যাক কী হয়, এটা নিয়ে আমি প্রতিদিন কথা বলতে চাই না। আমার এত সময় নেই। ভবিষ্যৎ নিয়ে খুব তাড়াতাড়িই ক্লাবের সঙ্গে বসবো। আমি আগেও বলেছি, আমি যদি ক্লাব ছাড়ি আমি খুশি হবো, যদি থেকে যাই তাও আমি খুশি। মাঝে-মধ্যে সকালে ঘুম থেকে ওঠার পর মনে হয় আমি চলে যাব। আবার পরে মনে হয় থেকে যাব। সিদ্ধান্ত নেয়াটা খুব কঠিন। এটা আমার ভবিষ্যৎ। দলবদল নিয়ে কোনো ঝামেলাতেও যেতে চাই না। আমার জন্য যেটা ভালো সেটাই করতে চাই। ক্লাবের জন্য যেটা ভালো সেটাও আমি করতে চাই। কারণ এই ক্লাব আমাকে সবকিছুই দিয়েছে। আজ বললাম আমি নতুন চুক্তি করব, পরে আবার মত বদলাব- এ রকম কিছু আমি চাই না। দেখা যাক কী হয়। ইংলিশ মিডিয়ার খবর, রিয়াল মাদ্রিদের কাছে হ্যাজার্ডের জন্য ২০০ মিলিয়ন ইউরো দাম হাঁকিয়েছে চেলসি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর