× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

ফুটবলে দলবদল / চমক দিয়ে শুরু বসুন্ধরা কিংসের

খেলা

স্পোর্টস রিপোর্টার
১৪ অক্টোবর ২০১৮, রবিবার

বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে নতুন চমক নিয়ে এসেছে বসুন্ধরা কিংস। এরই মধ্যে রাশিয়া বিশ্বকাপে খেলা কোস্টারিকান তারকা ড্যানিয়েল কলিনড্রেসকে দলে ভিড়িয়েছে তারা। কলিনড্রেসের পর বসুন্ধরা কিংসে যোগ দিয়েছেন ব্রাজিলের ভিনিসিয়াস। তবে রিয়াল মাদ্রিদের নতুন সেনসেশন ভিনিসিয়াস জোসে পাইশাও ডি অলিভিয়েরা জুনিয়র নয়। বসুন্ধরায় এসেছেন মার্কোস ভিনিসিয়াস ডি কস্তা সোয়ারেস ডি সিলভা। এক মৌসুম থাইল্যান্ড লীগে কাটিয়ে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নাম লিখিয়েছেন ঢাকার বসুন্ধরা কিংসে। এসব চমক নিয়েই নতুন মৌসুমে প্রথম দল হিসেবে ফুটবলারদের আনুষ্ঠানিক নিবন্ধন সেরে ফেলেছে বসুন্ধরা কিংস। ঢাকঢোল বাদ্যযন্ত্রসহ বিরাট গাড়িবহর নিয়ে গতকাল দল বদলের কার্যক্রমে অংশ নেয় তারা।
তিন বিদেশির সঙ্গে ৩০ জন দেশি ফুটবলারের নিবন্ধন করিয়েছে বসুন্ধরা কিংস। যার মধ্যে বর্তমান জাতীয় দলেরই আছেন ৯ ফুটবলার।
গত মৌসুমে বাংলাদেশ চ্যাম্পিনশিপ লীগে চ্যাম্পিয়ন হয়েই প্রিমিয়ার লীগে আগমন ঘটে বসুন্ধরা কিংসের। এরই মধ্যে মালদ্বীপের নিউ রেডিয়েন্টের স্প্যানিয়ার্ড কোচ স্প্যানিশ অস্কার ব্রোজেনকে নিয়োগ করেছে তারা। টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নেয়া হয়েছে অভিজ্ঞ বিএ জোবায়ের নিপুকে। যিনি টানা ১৩ বছর কাজ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে)। তিনি চার বছর ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্বে। ব্রোজেনের সহকারী হিসেবে আছেন বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচ মাহবুব আলম রক্সি, ফয়সাল মাহমুদ। স্প্যানিয়ার্ড ফিটনেস ট্রেনার হাভিয়ারের সঙ্গে গোলরক্ষক কোচ হিসেবে আছেন মোহাম্মদ সেলিম। আক্রমণভাগে আছেন থাইল্যান্ড লীগ খেলা ব্রাজেলিয়ান ভিনিসিয়াস, যিনি সেখানকার পুলিশ থার্টিন এএফসির হয়ে ২৫ ম্যাচ খেলে করেছেন ১৩ গোল। আগে খেলতেন ব্রাজিলে, গত মৌসুমে প্রথমবারের মতো দেশের বাইরে খেলেছেন ২৭ বছর বয়সী এ ফরোয়ার্ড। এশিয়ান ফুটবলার বাদে গতকালই চূড়ান্ত করা হয়েছে বাকি তিন বিদেশি। পাশাপাশি দেশি ফুটবলার সংগ্রহও খুব ভালো হয়েছে বসুন্ধরা কিংসের। জাতীয় দলের খেলোয়াড়দের দলে টেনে সেরার সাজ নিয়েছে বসুন্ধরা কিংস। রক্ষণভাগে আছেন সুশান্ত ত্রিপুরা, নাসির চৌধুরী, রেজাউল করীম রেজা, দিদারুল আলম, স্প্যানিশ গিওর্গি গোটর ও নুরুল নাঈম। মধ্যমাঠে প্রতিভার ছড়াছড়ি। আছেন সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া আবাহনী ছেড়ে আসা ইমন বাবু, চট্টগ্রাম আবাহনীর মাসুক মিয়া জনি, সাইফ স্পোর্টিংয়ের মোহাম্মদ ইব্রাহিম, হেমন্ত ভিনসেন্ট, মতিনসহ অনেক দেশি খেলোয়াড়। পাশাপাশি ড্যানিয়েল কলিনড্রেসের সঙ্গে যোগ হবে এশিয়ান কোটায় আরেক মিডফিল্ডার। ফরোয়ার্ড লাইনে ভিনিসিয়াসের সঙ্গী হবেন দেশি সুফিল কিংবা সবুজ। কাগজ-কলমে শক্তির তুল্যমূল্য মাপলে বসুন্ধরা কিংস অনেক এগিয়ে অন্যদের চেয়ে। মালদ্বীপের নিউ রেডিয়েন্ট ক্লাবের বিপক্ষে প্রীতি ম্যাচে দেখিয়েছে তারা নিজেদের শক্তি। নিজেদের হোম ভেন্যু নিলফামারীতে অনুষ্ঠিত ওই ম্যাচ জেতে ৪-১ গোলে। মৌসুমের সব কটি শিরোপার দিকেই চোখ প্রিমিয়ারে নবাগত দলটির। সেটা জানিয়ে ক্লাব চেয়ারম্যান ঢাকার ইমরুল হাসান বলেন, আমরা দুটি কারণে বিগ বাজেটের দল গড়েছি। প্রথমত ভালো মানের কিছু বিদেশি ফুটবলার এনে মাঠে দর্শক ফেরাতে, আর মৌসুমে সবক’টি ট্রফি জয়ের পাশাপাশি এএফসি কাপে অংশ নিতে। তবে একটি ভয় আছে ক্লাব চেয়ারম্যানের। ভয় রেফারি নিয়ে। তিনি বলেন, ঢাকার একটি দল গত মৌসুমে নির্দিষ্ট এক রেফারি দিয়ে ১৫টি ম্যাচ খেলেছে এবং ১১টি পেনাল্টি পেয়েছে। এ রকম কিছু হলে তো ভালো দল গড়ে কোনো লাভ নেই। এই জায়গাটিতেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহায়তা চান ইমরুল হাসান। আগামী ২২শে অক্টোবর ফেডারেশন কাপ আসর দিয়ে শুরু হবে এবারের ফুটবল মৌসুম। বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল শুরু হবে আগামী মাসের প্রথম সপ্তাহে। ছয় ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবারকার আসর। বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুশের্দী দাবি করেন প্রায় সব দল একই মানের হওয়াতে পেশাদার লীগের ১১২তম আসর পূর্বের যেকোনো আসরকে ছাড়িয়ে যাবে। প্রতিযোগিতা বাড়বে, বাড়বে খেলার মান। এই প্রত্যাশায় দেশের ফুটবলপ্রেমী জনগণ। গত ১লা আগস্ট শুরু হয়েছে নতুন মৌসুমের দলবদল। চলবে ১৫ই অক্টোবর পর্যন্ত।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর