× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

চেজের সেঞ্চুরি, উমেশের ছয় উইকেট

খেলা

স্পোর্টস ডেস্ক
১৪ অক্টোবর ২০১৮, রবিবার

প্রথম দিন শেষে অপরাজিত ছিলেন ৯৮ রানে। দ্বিতীয় দিনের দ্বিতীয় ওভারেই সেটিকে সেঞ্চুরিতে রূপান্তর করেন রোস্টন চেজ। ভারতের বিপক্ষে হায়দরাবাদ টেস্টের প্রথম ইনিংসে গতকাল ৩১১ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ভারতীয় পেসার উমেশ যাদব নেন ৬ উইকেট। জবাবে দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে ৩ রানে পিছিয়ে ভারত। গতকাল হায়দরাবাদে ৩০৮/৪ সংগ্রহ নিয়ে দিনের খেলা শেষ করে কোহলি বাহিনী। আজিঙ্কা রাহানে ৭৫ ও ঋষভ পন্ত ৮৫ রানে অপরাজিত থাকেন।
১১৩ রানে ৫ উইকেট হারানোর পরও ওয়েস্ট ইন্ডিজ যে তিনশ পার করতে পেরেছে, এর বড় কৃতিত্ব চেজেরই। সপ্তম উইকেটে জেসন হোল্ডারের (৫২) সঙ্গে ১০৪ রানের জুটিতে দলকে টেনে তোলেন তিনি।
৭ উইকেটে ২৯৫ রান নিয়ে গতকাল দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। তবে এদিন সফরকারীরা টিকতে পেরেছে মাত্র ৬.৪ ওভার। আগের দিনের সঙ্গে যোগ করে ১৬ রান। দিনের প্রথম বলেই সিঙ্গেল নিয়ে ৯৯-এ পৌঁছান চেজ। ওভারের শেষ বলে দেবেন্দ্র বিশুকে বোল্ড করেন উমেশ। পরের ওভারে কুলদীপ যাদবকে মিড উইকেটে ঠেলে ক্যারিয়ারের চতুর্থ টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন চেজ। ভারতের বিপক্ষে এটি তার প্রথম সেঞ্চুরি। পরে উমেশের বলে বোল্ড হয়ে যান চেজ। ১৮৯ বলে ৮ চার ও এক ছক্কায় ১০৬ রান করেন এ ক্যারিবীয় ডানহাতি ব্যাটসম্যান। চেজের উইকেট নিয়ে উমেশ পূর্ণ করেন পাঁচ উইকেট। পরের বলে শ্যানন গ্যাব্রিয়েলকে ফিরিয়ে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ইতিও টানেন এই পেসার। দ্বিতীয় ইনিংসে তার হ্যাটট্রিকের সম্ভাবনাও থাকল। ৮৮ রানে ৬ উইকেট নেন উমেশ। ৩৯ টেস্টের ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট পেলেন ৩০ বছর বয়সী  এ ভারতীয় পেসার। ২০১২ সালে পার্থে ক্যারিয়ারের পঞ্চম টেস্টেই  পেয়েছিলেন পাঁচ উইকেট। গতকাল ৮৫ রানে ৩ উইকেট নেন স্পিনার কুলদীপ যাদব।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর