× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

কাভানি-সুয়ারেজদের উরুগুয়েকে হারালো সনের কোরিয়া

খেলা

স্পোর্টস ডেস্ক
১৪ অক্টোবর ২০১৮, রবিবার

রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জার্মানিকে হারিয়ে চমক দেখায় দক্ষিণ কোরিয়া। এই ধারা অব্যাহত রেখেছে এশিয়ার দেশটি। শুক্রবার প্রীতি ম্যাচে উরুগুয়েকে ২-১ গোলে হারায় তার। বিশ্বকাপের পর এ নিয়ে টানা তিন ম্যাচের দুটিতে জয় পেলো দ.কোরিয়া। সর্বশেষ ম্যাচে চিলির সঙ্গে গোলশূন্য ড্র করে তারা। শুক্রবার সুয়ারেজ কাভানিদের বিপক্ষে জয়ের ব্যবধানটা আরো বড় হতে পারতো। কিন্তু দলের সেরা তারকা সন হিউন মিন পেনাল্টি মিস করলে ব্যবধান আর বাড়াতে পাড়েনি দ. কোরিয়া। শুক্রবার নিজ মাঠে ম্যাচের ৫৬তম মিনিটে প্রতিপক্ষের ডি-বক্সে ওয়াং বাজে ট্যাকলের শিকার হলে পেনাল্টি পায় কোরিয়া।
কিন্তু সন হিউন মিনের নেয়া পেনাল্টি শট ঠেকিয়ে দেন উরুগুয়ের গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা। ৬৬তম মিনিটে হুয়াং উই জুয়ের গোলে এগিয়ে যায় কোরিয়া। এর ছয় মিনিট পর মাতিয়ান বেসেনির গোলে সমতা ফেরায় উরুগুয়ে। সাত মিনিট পর দলের পক্ষে জয় সুচক গোলটি করেন টটেনহ্যাম হটস্পারের তারকা সন হিউন মিন। আগামী মঙ্গলবার পানামার বিপক্ষে প্রীতি ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়া।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর