× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

দর্শকশূন্য গ্যালারির সামনে ক্রোয়েশিয়া-ইংল্যান্ড জেতেনি কেউই

খেলা

স্পোর্টস ডেস্ক
১৪ অক্টোবর ২০১৮, রবিবার

ইউরোপিয়ান ফুটবল সংস্থার (ইউয়েফা) নিষেধাজ্ঞার কারণে খেলা হলো দর্শকশূন্য মাঠে। এমন ম্যাচে জয় পায়নি ক্রোয়েশিয়া ও ইংল্যান্ড কেউই। ইউয়েফা নেশন্স লীগে দুই দলের লড়াই শেষ হয় গোলশূন্য সমতায়। গ্রুপ পর্বে এখন পর্যন্ত জয়হীন থাকল ‘এ’ লীগের গ্রুপ-৪ এ থাকা ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। নিজেদের প্রথম ম্যাচে দু’দলই হেরেছিল স্পেনের কাছে। ২০১৫’র জুনে ইউরোর বাছাই পর্বের ম্যাচে নিজ মাঠে ইতালির মুখোমুখি হয় ক্রোয়েশিয়া। ওই ম্যাচে ক্রোয়েশিয়ার সমর্থকরা এডলফ হিটলারের দলের ‘নাৎসি প্রতীক’ নিয়ে মাঠে প্রবেশ করে। এই ঘটনায় কারণে পরবর্তী দুই ম্যাচের জন্য ক্রোয়েশিয়ার দর্শকদের নিজ মাঠে উপস্থিতি নিষিদ্ধ করে ইউয়েফা।
ওই শাস্তির পর ইউয়েফার অধীনন্থ কোনো ম্যাচে নিজ মাঠে শনিবারই প্রথমবার খেলতে নামে ক্রোয়াটরা। এদিন ম্যাচের ৪৩তম মিনিটে জর্ডান হেন্ডারসনের কর্নারে এরিক ডায়ারের হেড পোস্টে লেগে ব্যর্থ হয়। দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল দুই দলই। ৪৯তম মিনিটে লুকা মদরিচ-ইভান পেরিসিচের মিলিত প্রচেষ্টা ক্রোয়েশিয়াকে গোল এনে দিতে পারেনি। পরের মিনিটে আবারও দুর্ভাগ্যের শিকার ইংল্যান্ড। এবার হেন্ডারসনের ফ্রি-কিকে হ্যারি কেইনের হেড ক্রসবারে লেগে ফিরে আসে। দুই দলের প্রতিযোগিতামূলক ম্যাচে শেষ আাটবারের সাক্ষাতে চারটিতে জয় কুড়ায় ইংল্যান্ড। তিনবার জয় নিয়ে মাঠ ছাড়ে ক্রোয়াটরা। এক ম্যাচ ড্র হয়।
লুকাকুর জোড়া গোলে বেলজিয়ামের জয়
ইউয়েফা নেশন্স ‘এ’ লীগে গ্রুপ-২ এর ম্যাচে জয় পেয়েছে বেলজিয়াম। রমেলু লুকাকুর জোড়া গোলে সুইজারল্যান্ডকে ২-১ গোলে হারায় তারা। এদিন প্রতিপক্ষের মাঠে ম্যাচের ৫৮তম মিনিটে বেলজিয়ামকে এগিয়ে দেন লুকাকু। টমাস মুনিয়েরের পাসে বল পেয়ে গোল করেন তিনি। ৭৩তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন বেলজিয়ান ডিফেন্ডার টমাস ভারমালেন। ম্যাচের ৭৬ মিনিটে সমতায় ফেরে সুইজারল্যান্ড। সুইসদের হয়ে সমতাসূচক গোলটি করেন মারিও গাভরানোভিচ। ম্যাচের শেষ মুহূর্তে নিজের দ্বিতীয় দলের হয়ে জয়সুচক গোলটি করেন লুকাকু। এ নিয়ে ইউয়েফা নেশন্স লীগে টানা দ্বিতীয় জয় নিয়ে মাঠ ছাড়ে বেলজিয়াম। আগের ম্যাচে আইসল্যান্ডকে ৬-০ গোলে উড়িয়ে দেয় তারা।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর