× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চান জেমি ডে

খেলা

স্পোর্টস রিপোর্টার
১৪ অক্টোবর ২০১৮, রবিবার

জাতীয় দলের সঙ্গে ব্যস্ত সময় কাটিয়ে আজ ছুটিতে যাচ্ছেন বাংলাদেশের বৃটিশ কোচ জেমি ডে। ছুটিতে যাওয়ার আগে গতকাল বাফুফে সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন ও ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদের সঙ্গে দেখা করে নানা পরামর্শ দিয়েছেন তিনি। ঘণ্টা খানেকের সভা শেষে জেমি ডে বলেন, ‘আমাদের আলোচনার মূল বিষয় ছিল নভেম্বরে প্রীতি ম্যাচ নিয়ে। আগামী ১২ থেকে ২০শে নভেম্বের ফিফা ম্যাচ ডে রয়েছে। এর মধ্যে জাতীয় দলের একটি ম্যাচ খেলানোর পরিকল্পনা বাফুফের। প্রতিপক্ষ ও ভেন্যু সম্পর্কে কোচের তেমন মন্তব্য নেই, ‘হোম বা অ্যাওয়ে যেটাই হোক সমস্যা নেই। তবে সেটা নির্ভর করছে দলের ওপর। কোন দল পাওয়া যায়।’
এশিয়ান গেমস, সাফ, বঙ্গবন্ধু গোল্ডকাপের পর জাতীয় ফুটবল দল এখন খানিকটা বিশ্রামে।
সামনে জাতীয় দলের খেলা নেই। ফুটবলররা ব্যস্ত হয়ে যাবেন যার যার ক্লাবের হয়ে। তার পরেও কোচ জানান, আগামী এক বছরের মধ্যে বাংলাদেশকে ১৫০ র‌্যাঙ্কিংয়ে আনতে চাই’। এখন ১৯০-এর আশপাশে অবস্থান। এক বছরের মধ্যে র‌্যাংকিংয়ে ৪০ ধাপ উন্নতি করা কঠিনই মেনে জেমি বলেন, ১৫০ টার্গেট করলে আপনি ১৭০ তো যেতে পারবেন। ১৮০ টার্গেট করলে ১৮৫ থাকবেন। র‌্যাংকিংয়ে উন্নতি করতে হলে বেশি ম্যাচ খেলতে হবে।’ জেমি ডের সঙ্গে বাফুফের চুক্তি এক বছরের। মে মাস পর্যন্ত চুক্তি রয়েছে। নিজের চুক্তি ও নিজের পারফরম্যান্স সম্পর্কে বলেন, ‘জাতীয় দলের কোচ হিসেবে আমি ভালোই অভিজ্ঞতা পেয়েছি। চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়টি ফেডারেশনের।’ বঙ্গবন্ধু গোল্ডকাপের খেলায় বাফুফের কর্তারা নাকি সন্তুষ্টই এমনটা বলেছেন কোচ, ‘ফিলিপাইন ও ফিলিস্তিনের বিপক্ষে হারলেও তারা খেলায় সন্তুষ্ট।’ সহকারী কোচ কায়সার, রক্সিকে মিস করবেন জানালেন এই বৃটিশ, ‘তারা খুব ভালো বুঝতো আমার বিষয়গুলো। খেলোয়াড়দেরও ভালো বুঝাতে পারতো।’ পরিবারের সঙ্গে ছুটি কাটাতে যাচ্ছেন জেমি ডে। ১৪ দিন পর ফিরবেন। এসে ফেডারেশন কাপ দেখবেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর