× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

মোটেল নির্মাণ হবে শ্রীমঙ্গলে

বাংলারজমিন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
১৪ অক্টোবর ২০১৮, রবিবার

পর্যটন মোটেলের জায়গার খোঁজে শ্রীমঙ্গল সফরে এসেছেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আখতারুজ্জামান খাঁন কবির। তিনি দুর্যোগপূর্র্ণ আবহাওয়ার মধ্যে শুক্রবার সারাদিন শ্রীমঙ্গল ও কমলগঞ্জের কয়েকটি স্পট ঘুরে দেখেন। এসময় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম সহ স্থানীয় পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা তাঁর সঙ্গে ছিলেন।
দিন শেষে তিনি শ্রীমঙ্গল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সন্ধ্যা সাতটায় দুই ঘণ্টাব্যাপী স্থানীয় প্রশাসন, পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠানের সঙ্গে স্থানীয় পর্যটন উন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভায় অংশ নেন। এ মতবিনিময় সভায় নবাগত শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল, ট্যুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মঈন উদ্দিন, স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি, আবাসিক হোটেল মালিক, পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতা ও পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিরা। সভায় বক্তারা চা বাগান পরিবেষ্টিত শ্রীমঙ্গলে পর্যটন শিল্পের নানা সমস্যা ও সম্ভাবনাময় বিভিন্ন দিক তুলে ধরেন, এবং দ্রুততম সময়ের মধ্যে যাতে শ্রীমঙ্গলে একটি পর্যটন মোটেল নির্মাণসহ পর্যটকদের আকৃষ্ট করার জন্য বিভিন্ন ইভেন্টের ব্যবস্থা করার দাবি জানান।  ওই সভায় আখতারুজ্জামান খাঁন কবির বলেন, ‘আমি শ্রীমঙ্গলে এর আগেও এসেছি । এবার আসার মূল কারণ হচ্ছে পর্যটন মোটেলের জায়গা খোঁজা। তিনি বলেন, আমি বিভিন্ন স্পট ঘুরে দেখেছি, আসলে মৌলভীবাজার জেলাটাই পর্যটকদের জন্য আকর্ষনীয় একটি এলাকা। পর্যটক খ্যাতকে এগিয়ে নেবার জন্য দ্রুততম সময়ের মধ্যে এ জেলায় একটি পর্যটক মোটেল নির্মাণ করা হবে।
আর সেটা শ্রীমঙ্গলেই করা হবে। তবে শুধু পর্যটন মোটেল নির্মাণ করলেই হবে না। এর সাথে অনেকগুলো সেক্টর জড়িত। সবাইকে এগিয়ে আসতে হবে। পর্যটকরা যাতে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে সেজন্য রাস্তাঘাটের উন্নয়নের পাশাপাশি সড়কগুলোতে রাতের জন্য বৈদ্যুতিক বাতির ব্যবস্থা করতে হবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর