× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

পিএসসি সচিবের ‘শেষ চিঠি’

এক্সক্লুসিভ

বিশেষ প্রতিনিধি
১৪ অক্টোবর ২০১৮, রবিবার

১৯শে অক্টোবর অবসরে যাচ্ছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)- এর সচিব আকতারী মমতাজ। অবসরে যাওয়ার আগে ঘনিষ্ঠ কর্মীদের কাছে ‘শেষ চিঠি’ শিরোনামে আধা সরকারি পত্র (ডিও লেটার) দিয়েছেন তিনি। আবেগময় ওই চিঠিতে রয়েছে রবীন্দ্রনাথের গানে ভরপুর। প্রিয় সহকর্মী সম্মোধন করে চিঠির শুরুতে রবীন্দ্রনাথের গান উল্লেখ করে তিনি বলেছেন, ‘যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না মোর খেয়াতরী এই ঘাটে...’। গানের কথার পর তিনি লিখেছেন, পথ চলতে চলতে এই কথাটি বলার সময় আমারও হলো। অবসরের কাল ১৯শে অক্টোবর সমাগত প্রায়। কর্মজীবনে প্রজাতন্ত্রের একজন সুশীল সেবক হিসেবে জনস্বার্থ সুরক্ষার জন্য সবসময় সচেষ্ট থেকেছি। কতটুকু পেরেছি সে মূল্যায়ন আমার সহকর্মীরা এবং সেবা গ্রহীতারা করবেন।
আকতারী মমতাজ লিখেছেন, এই দীর্ঘ পথ চলায় সব সহকর্মীর সঙ্গে ছিল আমার প্রীতিময় সম্পর্ক। তবু অজ্ঞাতসারে কখনো যদি কারো মনে আঘাত দিয়ে থাকি তাহলে আমাকে মার্জনা করবেন। কর্মক্ষেত্রে কর্মসম্পাদনে  আমাকে সর্বতোভাবে সহযোগিতা করে আমার পথ চলাকে যারা সহজতর করেছেন, সেইসব অগ্রজ এবং অনুজ সহকর্মীদের প্রতি রইলো আমার অশেষ কৃতজ্ঞতা। চিঠি’র শেষদিকে আরেকটি রবীন্দ্র সংগীতের কয়েকটি লাইন উল্লেখ করে তিনি বলেছেন, যাবার বেলায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্ধৃত গানটির অনুসরণে বলতে

পারছি না- ‘তখন আমায় নাইবা মনে রাখলে’। বরং তাঁরই ভাষায় বলতে চাই- ‘এই কথাটি মনে রেখো/ তোমাদের এই হাসিখেলায়/আমি যে গান গেয়েছিলেম/জীর্ণ পাতা ঝরার বেলায়।’ চিঠি’র শেষে তিনি লেখেন, সত্য, সুন্দর ও কল্যাণের আলোয় উদ্ভাসিত হোক আমাদের সকলের আগামী জীবন। জয় হোক শুভবোধ ও কল্যাণের, জয় হোক বাংলাদেশের। এদিকে প্রশাসনের দীর্ঘ চাকরি শেষে এ রকম চিঠি লেখার রেওয়াজ খুব বেশি চোখে পড়ে না। তাই পিএসসি সচিব আকতারী মমতাজের ‘শেষ চিঠি’ শিরোনামে লেখা বেশ আলোচনার জন্ম দিয়েছে।

)
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর