× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

আমি কথার বরখেলাপ করিনি: আইনমন্ত্রী

দেশ বিদেশ

স্টাফ রিপোর্টার
১৪ অক্টোবর ২০১৮, রবিবার

ডিজিটাল নিরাপত্তা আইনের ৯টি ধারা সংশোধনীর দাবির প্রেক্ষিতে সম্পাদক পরিষদকে দেয়া কথার ‘বরখেলাপ’ করিনি বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। তিনি বলেন, আমার কথা রাখার সময় কিন্তু এখনো শেষ হয়নি। আমি কথার বরখেলাপ করিনি। গতকাল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে কসবা উপজেলা সমিতি আয়োজিত ‘গুণীজন সম্মাননা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ডিজিটাল নিরাপত্তা আইনের ৯টি ধারা সংশোধনের দাবিতে আগামীকাল সোমবার মানববন্ধনের ঘোষণা দেয় সম্পাদক পরিষদ। সম্পাদক পরিষদের কর্মসূচির বিষয়টি আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী বলেন, আমি এটুকু বলতে পারি। ওনারা (সম্পাদক পরিষদ) যেটা বলেছেন, আমরা যখন তাদের সঙ্গে গত ৩০শে সেপ্টেম্বর বৈঠক করি, সেই বৈঠকে তারা বিষয়টি উত্থাপন করেছিলেন। এ আইনের ৯টি ধারা সম্পর্কে তাদের বক্তব্য আছে বলেও জানান তারা।
সেই আলোচনায় বলেছি, এ আইনের ২১ ধারা সম্পর্কে তাদের সঙ্গে আলাপ করেই দেয়া হয়েছে। এই ২১ ধারার ব্যাপারে আমরা কোনো কথা শুনবো না। আমি যতটুকু চোখে দেখেছি তারাও তাতে রাজি হয়েছিলেন। ২১ ধারা সম্পর্কে কথা বলবেন না। তিনি বলেন, বাকি আটটি ধারা সম্পর্কে আমি বলেছিলাম, আইনটা যেহেতু সংসদে পাস হয়ে গেছে। এটা নিয়ে কথা বলার আগে বা এমন কিছু করার আগে ওনাদের কথাগুলো মন্ত্রিপরিষদে উত্থাপিত করতে হবে। তো সেই কথা আমি এখনো মন্ত্রিপরিষদে উত্থাপন করিনি। আমি শুনেছি ওনারা (সম্পাদক পরিষদ) নাকি বলেছেন- আমরা কথা রাখি নাই। আমার কথা রাখার সময় কিন্তু এখনো শেষ হয়নি। আমি ওনাদের এইটুকু বলতে পারবো আমি কথার বরখেলাপ করিনি। কারণ আমার সময় শেষ হয়নি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর