× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

প্রাক্তন নৌপ্রধান রিয়ার অ্যাডমিরাল এমএইচ খানের ইন্তেকাল

শেষের পাতা

স্টাফ রিপোর্টার
১৪ অক্টোবর ২০১৮, রবিবার

প্রাক্তন নৌপ্রধান রিয়ার অ্যাডমিরাল (অব.) মোশাররফ হোসেন খান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। বার্ধক্যজনিত কারণে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তার মৃত্যুতে নিকট আত্মীয়-স্বজনসহ নৌবাহিনীর সর্বস্তরের সদস্যরা গভীর শোক প্রকাশ করেন। আইএসপিআর জানিয়েছে, রিয়ার অ্যাডমিরাল এমএইচ খান ৭ই নভেম্বর ১৯৭৩ থেকে ৩রা নভেম্বর ১৯৭৯ সাল পর্যন্ত নৌপ্রধানের দায়িত্ব পালন করেন। নৌপ্রধান হিসেবে তার দায়িত্ব পালনকালে ১৯৭৪ সালের ১০ই জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ নৌবাহিনীর বৃহত্তম প্রশিক্ষণ ঘাঁটি বানৌজা ঈশা খানকে কমিশনিং এবং নৌবাহিনীকে ‘নেভাল এনসাইন’ প্রদান করেন। তাছাড়া, জাতির পিতার দিকনির্দেশনায় নৌ সদর দপ্তর প্রতিষ্ঠা থেকে শুরু করে স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশে একটি শক্তিশালী নৌবাহিনী গড়ার সূত্রপাত তার সময়ে শুরু হয়। মরহুমের নামাজে জানাজা সোমবার বাদ জোহর ঢাকা সেনানিবাসস্থ বানৌজা হাজী মহসীনে অনুষ্ঠিত হবে।
জানাজা শেষে বাংলমোটরস্থ পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হবে। উল্লেখ্য, রিয়ার অ্যাডমিরাল এমএইচ খান ১লা ফেব্রুয়ারি ১৯৩২ সালে জন্মগ্রহণ করেন। তিনি ১লা জানুয়ারি ১৯৫৪ সালে নৌবাহিনীতে যোগদান করেন। মৃত্যুকালে তিনি একমাত্র পুত্রসন্তান এবং স্ত্রীসহ অনেক শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর