× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

দেশে ফিরলেন সাকিব

খেলা

স্পোর্টস ডেস্ক
১৪ অক্টোবর ২০১৮, রবিবার

আঙুলের চিকিৎসা শেষে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরলেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। রোববার বেলা ১১.৫০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এস নামেন তিনি। গত ৫ অক্টোবর উন্নত চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ায় যান সাকিব। সেখানে মেলবোর্নের একটি হাসপাতালে আঙুলের চিকিৎসা করান তিনি। সেখানেই পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তাররা জানিয়েছেন এখনই সাকিবের আঙুলে সার্জারি করানো যাবে না। তার হাতের ইনফেকশন সারতে হবে আগে। সপ্তাহ খানেক বিশেষজ্ঞ ডাক্তারদের অধীনে থাকার পর শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া পান বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। এদিকে অস্ট্রেলিয়া থেকে কিছুটা স্বস্তির খবর নিয়েই ফিরেছেন সাকিব।
ডাক্তাররা জানিয়েছেন, ইনফেকশন সারলেই মাঠে নামতে পারবেন তিনি। এরপর যদি আঙুলে কোনো ব্যথা অনুভব না হয় তবে সার্জারিও করাতে হবে না। তবে ব্যথা অনুভব করলে বা নতুন করে সংক্রমণ দেখা দিলে ডাক্তারের ছুরির নিচে যেতে হবে তাকে। এর আগে বাম হাতের কড়ে আঙুলের ব্যথা নিয়েই এশিয়া কাপ খেলতে গিয়েছিলেন সাকিব। কিন্তু ব্যথা বেড়ে যাওয়ায় ফাইনাল না খেলেই দেশে ফিরতে হয়েছিল তাকে। পরে ঢাকার অ্যাপোলেঅ হাসপাতালে ভর্তি হলে জানা যায় সংক্রমণ ছড়িয়ে পড়েছে সাকিবের ক্ষতিগ্রস্ত আঙুলে। তখন সার্জারি করে আঙুল থেকে পুঁজ বের করা হয়েছিল। এরপরই অস্ট্রেলিয়া যান সাকিব।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর