× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

আজ থেকে শুরু হচ্ছে ‘মায়া মসনদ’

বিনোদন

স্টাফ রিপোর্টার
১৪ অক্টোবর ২০১৮, রবিবার

রূপকথার গল্প নিয়ে নির্মিত হয়েছে বাংলাদেশের প্রথম ভিএফএক্স ও থ্রিডি গ্রাফিক্সনির্ভর মেগা ফ্যান্টাসি ধারাবাহিক নাটক ‘মায়া মসনদ’। গতকাল সন্ধ্যায় এনটিভির তেজগাঁও স্টুডিওতে নাটকটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটকের সব শিল্পী, কলাকুশলী, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ীসহ আরো অনেকে। ‘সব সময় দর্শককে ভিন্ন কিছু উপহার দিতে পছন্দ করি আমরা। ভিএফএক্স ও থ্রিডি গ্রাফিক্স নির্ভর রূপকথার গল্প করা অবশ্যই চ্যালেঞ্জিং। শুটিং শুরুর আগে আমার বিশ্বাস ছিল, কাজটা ভালো হবে। আসলেই নাটকটির নির্মাণ ভালো হয়েছে’-গতকাল সন্ধ্যায় কথাগুলো ‘মায়া মসনদ’-এর প্রিমিয়ার শো অনুষ্ঠানে বলেছেন এনটিভির অনুষ্ঠান বিভাগের প্রধান মোস্তফা কামাল সৈয়দ। ‘মায়া মসনদ’-এর পরিচালক এস এম সালাহ্ উদ্দিন নাটকটি নিয়ে বেশ আশাবাদী।
তিনি বলেন, আমি এটুকু বলতে চাই, দর্শক নাটকটি দেখে নিরাশ হবেন না। এটা নিশ্চিত, তাঁরা ভরপুর বিনোদন পাবেন। অন্যদিকে, নাটকের শিল্পী শতাব্দী ওয়াদুদ, শশী ও নিলয়ও ‘মায়া মসনদ’-এ অভিনয় করে আনন্দিত। শশী বলেন, শুটিংয়ের আগে ভেবেছিলাম, কাজটা কীভাবে হবে? একটু কঠিন মনে হচ্ছিল। কিন্তু শুটিং করতে গিয়ে খুব উপভোগ করেছি।রূপকথার গল্প নিয়ে নির্মিত তারকাবহুল নাটকটি লিখেছেন অরিন্দম গুহ। নাটকটির পর্ব পরিচালক আতিকুর রহমান বেলাল ও দৃশ্য পরিচালনা করেছেন মাকসুদুল হক ইমু। ভিএফএক্স সুপারভাইজার তানিম শাহরিয়ার। আজ থেকে রাত ৮টা ২০ মিনিটে প্রতি রবি, সোম ও মঙ্গলবার এনটিভিতে নাটকটি প্রচারিত হবে। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সোহেল রানা, সাবেরী আলম, শতাব্দী ওয়াদুদ, গোলাম ফরিদা ছন্দা, অবিদ রেহান, শশী, নিলয় আলমগীর, নমিরা মৌ, মৌসুমী নাগ, মোমেনা চৌধুরী, সৈয়দ শুভ্র, ইলোরা গহর, শম্পা রেজা, শিল্পী সরকার অপু, উজ্জ্বল হোসেন, দাউদ নূর, নীপা, সিফাত, সৈয়দা শিলা প্রমূখ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর