× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

এক অন্যরকম অধ্যায়ের নাম মান্না

বিনোদন

গ্রন্থনা : বিনোদন বিভাগ
১৫ অক্টোবর ২০১৮, সোমবার

পৃথিবীতে এমন কিছু মানুষ জন্মায় যারা তাদের দ্যুতিময় কর্মের মাধ্যমে মৃত্যুর পরও বেঁচে থাকে সবার হৃদয়ে। ঢাকাই ছবির তেমনই একজন নায়ক মান্না। ‘দাঙ্গা, ‘লুটতরাজ, ‘তেজী, ‘আম্মাজান’, ‘আব্বাজান’ প্রভৃতি চলচ্চিত্রে দারুণ অভিনয় সুবাদে জনপ্রিয়তার চূড়া ছুঁয়েছিলেন তিনি। তার অভিনীত ‘আম্মাজান’ ছবিটি বাংলাদেশের সর্বকালের ব্যবসাসফল ছবির মধ্যে অন্যতম। সে সময় এ ছবিতে মান্নার ঠোঁটে ‘আম্মাজান আম্মাজান আপনে বড় মেহেরবান’ গানটি ছিল মানুষের মুখে মুখে। মান্না অভিনীত প্রথম ছবির নাম ‘তওবা’। তবে তার অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ‘পাগলি’। ১৯৯১ সালে মোস্তফা আনোয়ার পরিচালিত ‘কাসেম মালার প্রেম’ ছবিতে প্রথম একক নায়ক হিসেবে কাজ করেন মান্না।
এ ছবিটি ব্যবসা সফল হওয়ায় তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। এরপর কাজী হায়াত পরিচালিত ‘দাঙ্গা’ ও ‘ত্রাস’ ছবির মাধ্যমে তার একক নায়ক হিসেবে প্রতিষ্ঠা পাওয়া সহজ হয়ে যায়। একে একে মোস্তফা আনোয়ার পরিচালিত ‘অন্ধ প্রেম’, মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘প্রেম দিওয়ানা’, ‘ডিস্কো ড্যান্সার’, কাজী হায়াৎ পরিচালিত ‘দেশদ্রোহী’ ছবিগুলো মান্নার অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠিত করে। ১৯৯৯ সালে এ অভিনেতা ‘কে আমার বাবা’, ‘আম্মাজান’, ‘লাল বাদশা’র মতো সুপারহিট ছবিতে কাজ করেন। প্রযোজক হিসেবেও মান্না বেশ সফল ছিলেন। তার প্রতিষ্ঠান থেকে যতগুলো ছবি প্রযোজনা করেছেন সেসবের প্রতিটিই ব্যবসাসফল হয়েছিল। ছবিগুলো হচ্ছে ‘লুটতরাজ’, ‘লাল বাদশা’, ‘আব্বাজান’, ‘স্বামী স্ত্রীর যুদ্ধ’, ‘দুই বধূ এক স্বামী’, ‘মনের সাথে যুদ্ধ’, ‘মান্না ভাই’ ও ‘পিতামাতার আমানত’। ঢাকাই ছবিতে নায়ক মান্না এক অন্যরকম অধ্যায়ের নাম। নব্বইয়ের দশকে অশ্লীল চলচ্চিত্র তৈরির ধারা শুরু হলে যে ক’জন প্রথমেই প্রতিবাদ করেছিলেন তাদের মধ্যে মান্না ছিলেন অন্যতম। রীতিমতো যুদ্ধ করেছেন অশ্লীল চলচ্চিত্রের বিরুদ্ধে। ওই যুদ্ধে শেষ পর্যন্ত জয়ী হয়েছিলেন মান্না। তিনি যে কত বড় নায়ক, তার হৃদয়ের কতটা স্থান জুড়ে যে চলচ্চিত্র ছিল তা এ নায়কের মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনের মানুষ উপলব্ধি করতে পেরেছেন। মান্না তার কাজের মাধ্যমে লাখো কোটি ভক্তের হৃদয়ে বেঁচে থাকবেন অনন্তকাল।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর