× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

বগুড়ায় আঞ্চলিক শ্রম দপ্তর ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

বাংলারজমিন

বগুড়া প্রতিনিধি
১৫ অক্টোবর ২০১৮, সোমবার

শ্রম অধিদপ্তরাধীন ছয়টি অফিস পুনঃনির্মাণ ও আধুনিকীকরণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। রোববার বেলা ১১টায় ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আফরোজা খান। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে তিনি বক্তব্য রাখেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন গণপূর্ত বিভাগ, বগুড়ার নির্বাহী প্রকৌশলী বাকী উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম অধিদপ্তরের মহাপরিচালক শিবনাথ রায়, গণপূর্ত সার্কেল বগুড়ার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সাইফুর রহমান, বগুড়ার জেলা প্রশাসক মো. ফয়েজ আহাম্মদ, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মকবুল হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আঞ্চলিক শ্রম দপ্তর, বগুড়ার উপ-পরিচালক মো. খোরশেদ আলম। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আল-আমিন, গৃহনির্মাণ শ্রমিক পরিষদ, বগুড়ার সভাপতি আলমগীর হোসেন, বেকারি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান তালুকদার, বগুড়া জেলার ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মান্নান ম-ল, শ্রমিক নেতা আব্দুস সাত্তার তারা প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার শ্রমিকবান্ধব সরকার। শ্রমিকদের কল্যাণে যা যা করা দরকার আমরা তাই-ই করে যাবো। তিনি বগুড়ায় শ্রমিকদের জন্য ৫০ শয্যা হাসপাতাল ও মহিলাদের আবাসনের দ্রুত ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন। শেষে ৭ কোটি টাকা ব্যয়ে তিনতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের ফলক উন্মোচন করেন।


অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর