× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

সাঁথিয়ায় সাংবাদিক স্বপনের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

বাংলারজমিন

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
১৫ অক্টোবর ২০১৮, সোমবার

বিশিষ্ট সাংবাদিক হাবিবুর রহমান স্বপনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গতকাল দুপুরে সাঁথিয়া প্রেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন কর্মসূিচ পালিত হয়েছে।
দৈনিক সংবাদের স্টাফ রিপোর্টার, বৈশাখী টিভির পাবনা প্রতিনিধি ও পাবনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হাবিবুর রহমান স্বপন পাবনা প্রেস ক্লাব থেকে রিকশাযোগে বাসায় ফেরার পথে শনিবার রাত সাড়ে ১০টার সময় হোন্ডারোহী হেলমেট পরিহিত সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পিত ভাবে তার ওপর হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা সাংবাদিক স্বপনকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি ভাবে হামলা চালায়। এতে তার বাম হাত ভেঙে যায় এবং মাথায় ও শরীরের বিভিন্ন অংশ গুরুতর জখম হয়। পাবনার কর্মরত সাংবাদিকরা এ সংবাদ পেয়ে স্বপনকে আহত অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশংকাজনক হলে পরে তাকে ঢাকা কমপোর্ট হাসপাতালে স্থানান্তর করা হয়।
সাংবাদিক স্বপনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গতকাল দুপুরে সাঁথিয়া প্রেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। প্রেস ক্লাব সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে ও আশিক ইকবাল রাসেলের পরিচালনায় মানববন্ধন শেষে এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুল কাশেম মোল্লা, সাবেক সম্পাদক মানিক মিয়া রানা, রতন দাস, নজমুল বারী নাহিদ, সাংবাদিক আলিউল ইসলাম অলি, আবু ইসহাক, মুনসুর আলম খোকন, আব্দুল হাই, জালাল উদ্দিন, উজ্জ্বল হোসেন প্রমুখ। বক্তারা সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর