× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

কাজের লোভ দেখিয়ে আমাকে দিয়ে মাসাজ করাতেন

অনলাইন

অনলাইন ডেস্ক
(৫ বছর আগে) অক্টোবর ১৪, ২০১৮, রবিবার, ৮:৪৬ পূর্বাহ্ন

‘#মিটু’ আন্দোলনে এবার নাম জড়ালেন পরিচালক সুভাষ ঘাই। প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নামে প্রকাশ্যে পোস্ট করা হলেও শনিবার তা আইনি প্রক্রিয়ার রূপ দেন মডেল-অভিনেত্রী কেট শর্মা। শনিবার মুম্বাইয়ের ভারসোভা থানায় তার নামে লিখিত অভিযোগ দায়ের করেন এ অভিনেত্রী। কেট অভিযোগ করে বলেন, সুভাষ ঘাই তাঁকে জড়িয়ে ধরে জোর করে চুমু খেতে চান। এমনকি কাজের প্রলোভন দেখিয়ে আমাকে দিয়ে মাসাজও করান।

লিখিত অভিযোগে কেট আরও জানান, ‘চলতি বছরের ৬ই আগস্টের এক রাতে সুভাষ ঘাই আমাকে তার বাড়িতে নিমন্ত্রণ জানান। বাড়িতে আরও জনা ছয়েক লোক থাকলেও হঠাৎ সুভাষ ঘাই আমাকে মাসাজ করতে বলেন। প্রথমে নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারছিলাম না। রাজিও হইনি।
কিন্তু মিডিয়াতে তার অভিজ্ঞতা এবং বয়সকে সম্মান জানাতে প্রস্তাবে রাজি হয়ে যাই। দুই-তিন মিনিটের জন্য তাকে মাসাজ দেই।’
তিনি আরও অভিযোগ করেন, ‘উপস্থিত অন্যদের সামনেই আমি তাকে মাসাজ দিতে বাধ্য হই। তারপর হাত পরিষ্কার করতে বাথরুমে গেলে সেখানে তিনি এসে হাজির হন। বলেন, তাঁর কিছু বলার আছে। তার পরই আমাকে জড়িয়ে ধরেন, চুমু খাওয়ার চেষ্টা করতে থাকেন। আমি তার হাত থেকে নিজেকে মুক্ত করে বের হতে গেলে, তিনি হুমকি দিয়ে বলেন, যদি তার সঙ্গে রাত না কাটাই তবে আমাকে কাজের সুযোগ দেবেন না।’

কেটের এমন অভিযোগের কথা জানার সঙ্গে সঙ্গেই টুইটে প্রতিক্রিয়া জানান সুভাষ ঘাই। তিনি টুইট করে লিখেন, ‘#মিটু’ আন্দোলনের আমিও একজন সমর্থক। কিন্তু কেউ যদি এর সুযোগ নিয়ে আমাকে বদনাম করার চেষ্টা করেন তবে সেটা খুবই দুঃখজনক। যাইহোক, এর আসল উত্তর আমার আইনজীবিরা দেবেন।’


প্রসঙ্গত, এর আগেও সুভাষ ঘাইয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে বলি মহলে। এমনকি কিছুদিন আগেও তার বিরুদ্ধে এক মহিলা যৌন হেনস্থার অভিযোগ আনেন।
সামাজিক যোগাযোগ মধ্যমে তিনি জানান, সুভাষ ঘাই তার পানীয়তে কিছু মিশিয়ে তাকে ধর্ষণ করেছিলেন।
তবে ওই অভিযোগ অস্বীকার করে ৭৩ বছর বয়সী এ পরিচালক টুইট করেন, ‘#মিটু’ মুভমেন্টে যে কারও নামে রটনা করাটা এখন একটা ফ্যাশনে পরিণত হয়েছে। সত্যতা যাচাই না করেই আমার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর