× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

কুষ্টিয়ায় সাব-রেজিস্ট্রার হত্যা রহস্য উদ্‌ঘাটন: গ্রেপ্তার ৪

বাংলারজমিন

কুষ্টিয়া প্রতিনিধি
১৫ অক্টোবর ২০১৮, সোমবার

কুষ্টিয়ায় চাঞ্চল্যকর সাব-রেজিস্ট্রার নূর মহম্মদ শাহ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িত অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, জেলা রেজিস্ট্রি অফিসের পিয়ন ফারুক, মিরপুর সাব-রেজিস্ট্রি অফিসের পিয়ন কামাল, নকলনবিশ সাইদুল এবং বাবুল। গতকাল দুপুর সাড়ে ১২টায় কুষ্টিয়া পুলিশ লাইন্স সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এসপি। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এস এস তানভির আরাফাত জানান, হত্যাকাণ্ডের মূল রহস্য হিসেবে নিহতের কাছে গচ্ছিত মোটা অঙ্কের টাকা ছিনতাই ও ভয়ভীতি প্রদর্শন পূর্বক কুষ্টিয়া থেকে তাকে তাড়িয়ে দেয়ার উদ্দেশ্যেই অপরাধীরা হামলা করেছিল। তিনি বলেন, সিসি টিভির ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তায় চিহ্নিতকরণের মাধ্যমেই জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। ১৫ দিন পূর্বে জড়িতরা যোগসাজশ করে এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করে। পরিকল্পনা মোতাবেক গত ৮ই অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে সবাই মিলিত হয়। সেখানে অফিস পিয়ন ফারুকের সহায়তায় নিহতের বাসায় প্রবেশ করে ধারালো ছোরার আঘাত এবং দড়ি দিয়ে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা শেষে পালিয়ে যায়।
এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ছোট ভাই কামরুজ্জামান শাহ বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর