× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

এশিয়া কাপের সাফল্যে আত্মবিশ্বাসী মিঠুন

খেলা

স্পোর্টস ডেস্ক
১৫ অক্টোবর ২০১৮, সোমবার

দলের চাপের মুখে দায়িত্বশীল ইনিংস খেলে নির্বাচকদের আস্থা অর্জন করেন মোহাম্মদ মিঠুন। এবার এশিয়া কাপের পারফরম্যান্স ধরে রাখতে চান আসন্ন জিম্বাবুয়ে সিরিজে। আর লাল-সবুজ জার্সিতে ২০১৯ বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখেন ২৭ বছর বয়সী মিঠুন। বাংলাদেশ দলের হয়ে এই প্রথম পরপর দুটি সিরিজে খেলতে যাচ্ছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। এবার দলে জায়গাটা পাকাপোক্ত করার চ্যালেঞ্জ তার। এ বিষয়ে মিঠুন বলেন, ‘হ্যাঁ, এটা সত্যি। এশিয়া কাপে প্রথম ম্যাচেই রান পেয়েছি। এর আগে কখনো এমন হয়নি।
আগে এমন হলে হয়তো নিয়মিত সুযোগ পেতাম। অতীত নিয়ে না ভেবে সামনে তাকাচ্ছি। সুযোগ কাজে লাগাতে চাই।’ এশিয়া কাপে দুটি অর্ধশতক হাঁকান মিঠুন। এই পারফরম্যান্স তাকে আত্মবিশাসী করে তুলেছে। মিঠুন বলেন, ‘আগের চেয়ে আত্মবিশ্বাস বেড়ে গেছে আমার। আগে একধরনের জড়তা কাজ করতো। ভালো না খেললে বাদ পড়বো এমন মনে হতো শুধু। এখন সেই দুর্ভাবনা নেই। এশিয়া কাপে সাফল্য পেয়েছি। তাই আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করতে আমি আত্মবিশ্বাসী।’ এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে এবং সুপার ফোর পর্বে পাকিস্তানের বিপক্ষে নিজের সামর্থ্যের জানান দেন মিঠুন। শুরুর ধাক্কা সামলে মুশফিকুর রহীমের সঙ্গে শতরানের জুটিতে দলের ইনিংস মেরামত করেন তিনি। মিরপুরে আগামী ২১শে অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। ব্যক্তিগত লক্ষ্যের চেয়ে দলের অর্জনই বড় মিঠুনের কাছে। তিনি বলেন, ‘আমি ব্যক্তিগত লক্ষ্য নিয়ে খেলি না। দলের প্রয়োজনে নিজের সেরাটা দেয়াই আমার লক্ষ্য।’ ধারাবাহিক পারফরম্যান্স দিয়ে ইংল্যান্ডে আগামী বছরের বিশ্বকাপে খেলতে চান মিঠুন। স্বপ্নপূরণের লক্ষ্যে ফিটনেসকেও সমান গুরুত্ব দিচ্ছেন তিনি। মিঠুন বলেন, ‘অবশ্যই বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখি। তবে আমি ম্যাচ বাই ম্যাচ চিন্তা করি। একটা টুর্নামেন্ট শেষ করেছি। আপাতত মাথায় জিম্বাবুয়ে সিরিজ। বিশ্বকাপের এখনো অনেক বাকি। এর মধ্যে সুস্থতা ও পারফরম্যান্স ধরে রাখতে হবে। ভালো খেলতে পারলেই বিশ্বকাপে সুযোগ পাবো। তার আগে অনেক ধাপ অতিক্রম করতে হবে।’ চট্টগ্রামে ২০১৪ সালের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মিঠুনের। একই বছরের জুনে ঢাকায় ভারতের বিপক্ষে ওয়ানডে ক্যাপ পরেন। ৯ ওয়ানডেতে ২১.৬২ গড়ে ১৭৩ রান করেন মিঠুন। ফিফটি দুটি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ৬৩ রানের। আর টি-টোয়েন্টিতে ১৩ ম্যাচে করেন ৯০ রান। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ৪৭। লিস্ট ‘এ’ ক্রিকেটে ১১৫ ম্যাচে ৩৩৬২ রান করেন মিঠুন। ব্যাটিং গড় ৩৩.২৮। ২৬ ফিফটির সঙ্গে সেঞ্চুরি রয়েছে ১টি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ১০০।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর