× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

৫০১ জন বিশিষ্ট চিকিৎসকের অভিনন্দন / জাতীয় ঐক্যফ্রন্টকে সমর্থন জানিয়েছে সম্মিলিত পেশাজীবী পরিষদ

অনলাইন

স্টাফ রিপোর্টার
(৫ বছর আগে) অক্টোবর ১৫, ২০১৮, সোমবার, ১০:১৫ পূর্বাহ্ন

জাতীয় ঐক্যফ্রন্টকে সমর্থন জানিয়েছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদÑ বিএসপিপি। গতকাল এক বিবৃতিতে তারা এ সমর্থণ জানান। বিবৃতিতে তারা বলেন, আমরা বিশ্বাস করি আগামী দিনে একটি সুখি, সমৃদ্ধ ও সামাজিক ন্যায়বিচারভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠায় ‘জাতীয় ঐক্যফ্রন্ট’ বলিষ্ঠ ভূমিকা রাখবে। আগামী দিনে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত দেশ প্রতিষ্ঠায় জনগণের প্রত্যাশা অনুযায়ী ‘জাতীয় ঐক্যফ্রন্ট’ বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আমরা মনে করি। আগামী দিনে পেশাজীবী-জনতা ঐক্যবদ্ধভাবে ‘জাতীয় ঐক্যফ্রন্ট’র নেতৃত্বে গণতন্ত্র পুনঃরুদ্ধারের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার অঙ্গীকার করছে। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের সকল শ্রেণি পেশার মানুষের পক্ষ থেকে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ-বিএসপিপি ‘জাতীয় ঐক্যফ্রন্ট’র এই মহতি উদ্যেগের এবং জনগণেকে ঐক্যবদ্ধ করে স্বৈরশাসনকে পরাভূত করার এই প্রচেষ্টাকে সমর্থন জানাচ্ছে। বিবৃতিতে পেশাজীবীরা বলেন, বর্তমান অবৈধ অনির্বাচিত স্বৈরশাসনকে পরাজিত করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের চেতনায় গণতন্ত্র, আইনের শাসন ও ভোটাধিকার পুনঃরুদ্ধারের লড়াইয়ে দেশের সংখ্যাগরিষ্ঠ গণতন্ত্রমনা সকল রাজনৈতিক দল ও ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত ‘জাতীয় ঐক্যফ্রন্ট’ আগামী দিনের আন্দোলনে সফলতা অর্জন করবে বলে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ-বিএসপিপি প্রত্যাশা করে। বিবৃতিতে স্বাক্ষর করেনÑ বিএসপিপির সদস্য সচিব ও ড্যাব মহাসচিব প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন, বিএফইউজে’র সভাপতি রুহুল আমিন গাজী, মহাসচিব এম. আবদুল্লাহ, বিএফইউজের সাবেক সভাপতি সাংবাদিক শওকত মাহমুদ, সুপ্রিম কোট বার এসোসিয়েশনের সভাপতি জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুবউদ্দীন খোকন, ড্যাব সভাপতি প্রফেসর ডা. একেএম আজিজুল হক, সহ-সভাপতি প্রফেসর ডা. ফরহাদ হালিম ডোনার, কোষাধ্যক্ষ প্রফেসর ডা. মোস্তাক রহিম স্বপন, ড্যাবের সিনিয়র যুগ্ম মহাসচিব ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু, ডিইউজের সভাপতি কাদের গণি চৌধুরী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, এ্যাব-এর ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জি. আনহ আক্তার হোসেন, ভারপ্রাপ্ত মহসচিব ইঞ্জি. হাসিন আহমদ, প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, এসোসিয়েশন অব এগ্রিকালচারিস্টের আহ্বায়ক আনোয়ারুন নবী মজুমদার বাবলা, সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন, কৃষিবিদ শামীমুর রহমান, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূইয়া প্রমুখ।

৫০১ জন বিশিষ্ট চিকিৎসকের অভিনন্দন
এদিকে আলাদা বিবৃতিতে জাতীয় ঐক্যফ্রন্টের যাত্রাকে অভিনন্দন জানিয়েছেন দেশের ৫০১ জন বিশিষ্ট চিকিৎসক। বিবৃতিতে তারা বলেছেন, দেশে গণতন্ত্র পুনঃরুদ্ধার আন্দোলনের জন্যে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সরকারের পদত্যাগ, জাতীয় সংসদ বাতিল, আলোচনা করে নিরপেক্ষ সরকার গঠন এবং বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারসহ ৭ দফা ১১টি লক্ষ্যের ভিত্তিতে যে জাতীয় ঐক্যফ্রন্টের পথচলা শুরু হয়েছে এর সম্মানিত নেতৃবৃন্দকে চিকিৎসকদের পক্ষ থেকে সাধুবাদ ও অভিনন্দন জানাই। তারা বলেন, আমরা সচেতন পেশাজীবী চিকিৎসক সমাজ আশা করি জাতীয় ঐক্যফ্রন্ট জনগণের অধিকার, গণতন্ত্র পুনঃরুদ্ধার, দেশে আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণের ঐক্যের আন্দোলন ও গণঅভূত্থানের মাধ্যমে দেশবাসীকে এই দুঃশাসন থেকে মুক্তির পথ দেখাবে। ইনশাআল্লাহ এই জাতীয় ঐক্যফ্রন্ট দেশে জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠা, আইনের শাসন, জনগণের মানবাধিকারসহ সকল মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করবে। বিবৃতিতে বলা হয়, আগামী দিনে দেশের জনগণ ও সকল রাজনীতিবিদ, পেশাজীবী, ছাত্র-শ্রমিক জনতা সহিত চিকিৎসক সমাজ জাতীয় ঐক্যফ্রন্টের আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এদেশে ভবিষ্যত প্রজন্মের জন্যে একটি গণতান্ত্রিক ও সুশাসন ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা, সামজিক নিরাপত্তা ও স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করবে বলে আশাবাদ ব্যক্ত করছি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর