× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ শওয়াল ১৪৪৫ হিঃ

শুধু রাশিয়া নয়, চীনও নির্বাচনে হস্তক্ষেপ করেছে, গুপ্তহত্যায় যুক্ত পুতিন

বিশ্বজমিন

মানবজমিন ডেস্ক
(৫ বছর আগে) অক্টোবর ১৬, ২০১৮, মঙ্গলবার, ৮:৫৯ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘খুব সম্ভবত’ বিশ্বজুড়ে বিভিন্ন গুপ্তহত্যা ও বিষ প্রয়োগের সঙ্গে যুক্ত। তবে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে এ ধরনের ঘটনায় পুতিনের হাত নেই। এ সময় তিনি বলেন, রাশিয়ার অবশ্যই এসব করা উচিত নয়। রোববার সিবিএস চ্যানেলের বিখ্যাত অনুষ্ঠান ’৬০ মিনিটস’-এ এক দীর্ঘ সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। এ সময় বিভিন্ন প্রশ্নের উত্তরে উঠে আসে উত্তর কোরিয়া, চীন ও রাশিয়ার সঙ্গে ট্রাম্পের সম্পর্ক। একই সঙ্গে নিজ সরকার নিয়েও উল্লেখযোগ্য কিছু মন্তব্য করেছেন তিনি। সাক্ষাৎকারটি থেকে ভিন্ন ৯টি গুরুত্বপূর্ণ ইস্যুতে ট্রাম্পের বক্তব্যগুলো নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সিএনএন।
শুধু রাশিয়া নয়, চীনও প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করেছে: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে করা মন্তব্যের পর নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে প্রশ্ন করা হয় ট্রাম্পকে।
ট্রাম্প মনে করেন হস্তক্ষেপে শুধু রাশিয়া নয়, আরো কয়েকটি দেশও যুক্ত ছিল। তিনি বলেন, রাশিয়া যুক্ত ছিল। কিন্তু আমার মনে হয়, চীনও নির্বাচনে হস্তক্ষেপ করেছে। এ ছাড়া আরো অনেক দেশ যুক্ত থাকতে পারে। এরপরই ট্রাম্প বলেন, সত্যিকার অর্থে চীন একটা বড় সমস্যা।
উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে আমার কেমিস্ট্রি ভালো: উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উন সম্পর্কে ট্রাম্প বলেন, আমি তার মানবাধিকার লঙ্ঘন সম্পর্কে অবগত। আমি শিশু নই। এগুলো সবই আমি জানি। ট্রাম্প আরো যুক্ত করেন, যাই হোক এখন তার সঙ্গে আমার কেমিস্ট্রি বেশ ভালো। এখন আর কোনো হুমকি নেই।
চীনের বাজার উন্মুক্ত করাই বাণিজ্যযুদ্ধের উদ্দেশ্য: সমপ্রতি, যুক্তরাষ্ট্র চীনের আড়াইশ’ বিলিয়ন ডলারেরও অধিক পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপ করেছে। গত মাসে ট্রামপ আরো কঠিন পদক্ষেপের হুমকি দিয়েছেন। সাক্ষাৎকারে চীনের আরো পণ্যের উপরে শুল্ক আরোপ করার সম্ভাবনা রয়েছে বলে জানান। ট্রাম্প বলেন, চীন এখন এ বিষয়ে দর কষাকষি করতে চাইছে। কিন্তু আমি এ বিষয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলেছি। আমি তাকে বলেছি, চীন এভাবে প্রতি বছর যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলার নিয়ে যেতে পারে না। আমরা এটা হতে দিতে পারি না। ট্রাম্প দাবি করেন, তিনি চীনকে অর্থনৈতিকভাবে অসহায় করে দিতে চান না। তিনি শুধু যুক্তরাষ্ট্রের মতো চীনের বাজারও উন্মুক্ত করতে চান।
হোয়াইট হাউসে সবাইকে বিশ্বাস করি না: মার্কিন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প দাবি করেছিলেন, হোয়াইট হাউসের সকল সহযোগী বিশ্বাসের যোগ্য নয়। এ বিষয়ে রোববারের সাক্ষাৎকারে ট্রাম্পও একই কথা বলেছেন। তিনি বলেন, আমারও তাই মনে হয়। সত্যিকার অর্থে হোয়াইট হাউসের মধ্যে আমি সবাইকে বিশ্বাস করি না। ট্রাম্প আরো বলেন, আমি এখানে সুরক্ষিত। কিন্তু আমি সবাইকে বিশ্বাস করি না। আমি শিশু নই। এটি একটি কঠিন কাজ। এখানে আপনার পেছনে অনেক কথাই হয়। কিন্তু আমি হোয়াইট হাউসে ভালো আছি।
ট্রাম্পের রাজনৈতিক জীবন: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পূর্বে রাজনীতির দীর্ঘ কোনো অভিজ্ঞতা নেই ট্রাম্পের। সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তিনি কি শিখেছেন? জবাবে ট্রাম্প বলেন, আমি আগে বলতাম ম্যানহাটন আবাসন খাতে বিনিয়োগকারী হওয়া সব থেকে কঠিন। কিন্তু এখন আমি বলবো, তারা শিশুর মতো। এ সময় তাকে জিজ্ঞেস করা হয় তাহলে সব থেকে কঠিন মানুষ কারা? উত্তরে তিনি বলেন, রাজনীতিবিদরাই সব থেকে কঠিন। রাজনীতি মিথ্যা, প্রতারণা ও জোচ্চুরিতে ভরা এক জীবন। ট্রাম্প বলেন, রাজনীতিতে আপনি কারো সঙ্গে কোনো চুক্তি করা আর একটা টেবিলের সঙ্গে চুক্তি করা একই বিষয়।
মুলারের তদন্ত কার্যক্রমে কোনো হস্তক্ষেপ করিনি: এ বিষয়ে ট্রাম্প বলেন, আমি এ তদন্তে কোনো হস্তক্ষেপ করিনি। আমার এরকম কোনো ইচ্ছেও ছিল না। কিন্তু এটি একটি অন্যায্য তদন্ত। কারণ কখনোই কোনো গোপন চুক্তি হয়নি।
জলবায়ু পরিবর্তন নিয়ে গবেষকদের রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে: সাক্ষাৎকারে ডনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হয়, জলবায়ু পরিবর্তনকে তিনি ধাপ্পাবাজি মনে করেন কিনা। জবাবে তিনি বলেন, আমার ধারণা কিছু একটা হচ্ছে, পরিবর্তনটা স্পষ্ট কিন্তু সবকিছু আগের মতো হয়ে যাবে। আমি মনে করি না, এটি একেবারেই ভুয়া। কিন্তু এর মানে এই নয় যে, আমি এ জন্য ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করবো, কয়েক মিলিয়ন কর্মসংস্থান হারাবো।
গবেষকরা দাবি করছেন যে, জলবায়ু পরিবর্তনে পৃথিবীর অবস্থা প্রতিনিয়ত ভয়াবহ পরিণতির দিকে যাচ্ছে। এ নিয়ে প্রশ্ন করা হলে ট্রামপ দাবি করেন, জলবায়ু পরিবর্তন নিয়ে গবেষকদের রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে।
কাভানা অভিযুক্তকারীকে নিয়ে বিদ্রূপ প্রসঙ্গে ট্রাম্প: মিসিসিপি প্রদেশের সাউথহ্যাভেনে এক কর্মসূচিতে ডনাল্ড ট্রাম্প ব্রেট কাভানার বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগকারী ক্রিস্টিন ব্লাসি ফোর্ডকে নিয়ে ব্যঙ্গ করেছিলেন। সে সময় ট্রাম্প বলেন, সে রাতে কি ঘটেছিল তা ওই অধ্যাপক ভুলে গেছেন। রোববারের সাক্ষাৎকারে এ বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, ব্রেট কাভানার সঙ্গে যা যা করা হয়েছে তা ইতিমধ্যে একটি ‘বিগ ফ্যাক্টর’ হয়ে দাঁড়িয়েছে। আমি ওই অধ্যাপকের ওপর শ্রদ্ধা রেখেই এ কথা বলেছিলাম। এরপর অভিযোগকারী অধ্যাপক মিথ্যা বলছেন ট্রাম্পের এ দাবির বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, আমি এ প্রশ্নের উত্তর দেবো না। কারণ আমরা জিতেছি। এখন আর কিছু যায় আসে না।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর