× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

রংপুর বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক আইয়ুব আলী

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম থেকে
১৬ অক্টোবর ২০১৮, মঙ্গলবার

রাজারহাট উপজেলার উমরমজিদ ইউনিয়নে অবস্থিত ‘পান্থাবাড়ী বালাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের’ প্রধান শিক্ষক আইয়ুব আলী সরকার এবার জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৮ এর রংপুর বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন। এর আগেও জেলার শ্রেষ্ঠ শিক্ষক এবং উপজেলা পর্যায়ে ৪বার শ্রেষ্ঠ শিক্ষকের মর্যাদা পান তিনি। তার এ সম্মানে স্কুলের শিক্ষার্থীসহ এলাকার মানুষ এখন গর্বিত। জানা যায়, ইতিপূর্বে ‘পান্থাবাড়ী বালাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি টানা ৬ বার উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে স্বীকৃতি পায়। এবার সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রংপুর বিভাগের মধ্যে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় স্কুলে যেন আনন্দের বন্যা বইয়ে গেছে। শিক্ষার্থীসহ অভিভাবকরা গর্বিত এমন শিক্ষককে পেয়ে। প্রধান শিক্ষক আইয়ুব আলী সরকার ১৯৯১ সালে এই বিদ্যালয়ের মাধ্যমে তার শিক্ষকতা জীবন শুরু করেন। এরপর বিভিন্ন স্কুলে শিক্ষকতা শেষে ২০০৯ সালে পুনরায় এই স্কুলে প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন।
এরপর থেকেই বিদ্যালয়ে লেখাপড়ার মানে বাড়ে উন্নতি। ২০১৪ সালে এই বিদ্যালয়ের ৪২ জন শিক্ষার্থীর সকলেই জিপিএ-৫ পেয়ে সবাইকে চমকে দিয়েছিল। জেলায় শ্রেষ্ঠ স্কুল হিসেবে পেয়েছিল মর্যাদার আসন।
এরই ধারাবাহিকতায় জেলায় একটি ভাল মানের স্কুল হিসেবে আজ ‘পান্থাবাড়ী বালাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের’ নাম সবার মুখে মুখে।
 নিরলসভাবে কাজের প্রতি আত্মনিয়োগ করা এই শিক্ষক জানান, ‘পান্থাবাড়ী বালাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়’টি এখন জেলার অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে পরিগণিত হয়েছে। এই মান ও ধারা বজায় রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর