× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ পুলিশের লাঠিপেটা, আহত ১০

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে
১৬ অক্টোবর ২০১৮, মঙ্গলবার

গাজীপুর মহানগরের লক্ষ্মীপুরা এলাকার ইন্ট্রামেঙ কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখে সোমবার সকাল থেকে অবস্থান ধর্মঘট করে বিক্ষোভ করছে। দুপুরে পুলিশ বিক্ষুব্ধ শ্রমিকদের ধাওয়া ও লাঠিপেটা করে সরিয়ে দেয়। এসময় অন্তত ১০জন শ্রমিক আহত হয়েছেন।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পরিদর্শক মো. আমজাদ হোসেন ও বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, কারখানায় স্থায়ী স্টাফদের কমপক্ষে তিন মাসের এবং শ্রমিকদের সেপ্টেম্বর মাসের বেতন বকেয়া রয়েছে। তাদের বকেয়া আদায়ের লক্ষ্যে রোববার আন্দোলনের পর সোমবার সকালে শ্রমিকরা আবারও অবস্থান ধর্মঘট শুরু করে। এক পর্যায়ে অফিস কক্ষের কাচ ভাঙচুর হয়। দুপুরে পুলিশ লাঠিপেটা করে বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করে সরিয়ে দেয়। এ সময় অন্তত ১০জন আহত হয়।
কারখানার জিএম (অপারেশন) মো. আমিনুল ইসলাম জানান, শ্রমিক ও স্টাফ মিলিয়ে ওই কারখানায় কর্মী সংখ্যা ছয় হাজারের মতো। প্রতিমাসে তাদের বেতনের জন্য সোয়া ৬ কোটি টাকা প্রয়োজন।
কিন্তু অর্থ সংকটের কারণে বর্তমানে কথামতো দিতে পারেননি। আগামী ২৪শে অক্টোবর তাদের বকেয়া টাকা দেয়ার জন্য প্রতিশ্রুতি দেয়া হলেও শ্রমিকরা তা না মেনে আন্দোলন করছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর