× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

কমলগঞ্জে মণিপুরী সমপ্রদায়ের মানববন্ধন

বাংলারজমিন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
১৬ অক্টোবর ২০১৮, মঙ্গলবার

সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা রচিত ‘এ ব্রোকেন ড্রিম’ নামক গ্রন্থে মণিপুরী মীতৈ ও মুসলিম মণিপুরী সমপ্রদায়কে পাকিস্তানপন্থি রাজাকার বলার প্রতিবাদে কমলগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে মীতৈ ও মণিপুরী মুসলিম সমপ্রদায়ের নর-নারীরা। গতকাল বেলা ১১টায় কমলগঞ্জ উপজেলা  চৌমুহনা চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। মণিপুরী ঐক্য পরিষদের ব্যানারে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন মনিপুরী ঐক্য পরিষদ আহবায়ক খোইরোম ইন্দ্রজিৎ। এতে বক্তব্য রাখেন সমাজকর্মী সমেন্দ্র সিংহ, মনিপুরী ঐক্য পরিষদ নেতা কবি একে  শেরাম, ঐক্য পরিষদের সদস্য সচিব কে মনিন্দ্র সিংহ, মুক্তিযোদ্ধা মনমোহন সিংহ, থোঙান বীরেন, হরেন্দ্র সিংহ, মনিপুরী কালচারাল কমপ্লেক্সের আহবায়ক জয়ন্ত কুমার সিংহ, সদস্য সচিব মাইস্লাম রাজেশ, সাংবাদিক বিশ্বজিৎ রায়, প্রণিত রঞ্জন দেবনাথ, মোস্তাফিজুর রহমান,  মৈরা পাইবী সমাজ কল্যাণ সংস্থার সভানেত্রী সৌদামনি শর্মা।
মৌলভীবাজারে মণিপুরী মুসলিম ছাত্র কল্যাণের মানববন্ধন
সরকারি চাকরিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কোটা পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসক মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে মুসলিম মণিপুরি ছাত্র কল্যাণ পরিষদ মৌলভীবাজার শাখা। গতকাল সকাল সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার প্রেস ক্লাব প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী মানববন্ধনে মুসলিম মণিপুরী ছাত্র পরিষদের দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রেরণ করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, কামরুজ্জামান, মতিউর রহমান, মো. ইমরান খান, হাজী খায়রুজ্জামান, হাফেজ শফিকুর রহমান, হাফেজ হামিদুর রহমান, শফিউল বাশার, জসিম উদ্দিন প্রমুখ।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর