× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

নোয়াখালীতে গৃহবধূ হত্যার ঘটনায় মামলা

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, নোয়াখালী থেকে
১৬ অক্টোবর ২০১৮, মঙ্গলবার

গৃহবধূ হত্যার ঘটনায় নোয়াখালীতে ৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনাটি ঘটেছে জেলার বেগমগঞ্জ থানার ১৬নং কাদিরপুর ইউনিয়নের পূর্ব ঘাটলা গ্রামের মুছা মিয়ার বাড়িতে। গতকাল সোমবার শাহীদা আক্তার মনার (১৯) বাবা মফিজ উল্যাহ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নোয়াখালী আদালতে ৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। বিচারক হাসিনা আক্তার এক আদেশে বেগমগঞ্জ মডেল থানার ওসিকে অভিযোগটি এফ.আই.আর হিসাবে রেকর্ড করে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক আদালতকে অবহিত করার নির্দেশ দেন। সিনিয়র আইনজীবী আবদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে মানবজমিনকে জানান, হতভাগ্য অন্তঃসত্ত্বা গৃহবধূকে ২ লাখ টাকা যৌতুকের দাবিতে আসামিরা দফায় দফায় নির্যাতন করত। এক পর্যায়ে পাষণ্ড ঘাতক স্বামী মহি উদ্দিন, শ্বশুর নুরুল আমিন, ননদ পাখি বেগম, স্বামীর ভাতিজা ইমন ও শাশুড়ি সেতারা বেগম অন্তঃসত্ত্বা গৃহবধূকে যৌতুকের জন্য চাপ দিলে অস্বীকার করায় ক্ষিপ্ত হয়ে এলোপাথাড়ি মারধর করে। গত ২রা অক্টোবর মঙ্গলবার রাত ৯টায় হত্যা করে। রাত ১১টায় আত্মহত্যার অপ্রচার চালায়।
পরে নিহত গৃহবধূর ভাই ইসমাইল হোসেন থেকে পুলিশ একটি অপমৃত্যুর অভিযোগ নিয়ে মৃতের সুরুত হাল ও ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করেন এস. আই ছাগির। গৃহবধূকে পিতার বাড়ি হাজীপুরে দাফন করার আগে গোসল করানোর সময় জান্নাতুল ফেরদাউস ও ফুলমতী দেখতে পায় বাম হাতে কনুই, গিঁরা সম্পূর্ণ ভাঙ্গা ও বাম হাতের বৃদ্ধ আঙুল ছাড়া বাকি ৪টি আঙুল ভাঙা। মুখের বাম পাশে জখম এবং বুকের দুই পাশে জখম। তারা আদালতকে আরো জানায় ভিকটিম এর পেটের বাম পাশে  মারাত্মক লাথির জখম ও বুকের মধ্যে মারাত্মক কালো দাগসহ জখমের চিহ্ন রয়েছে। নিহত গৃহবধূর পিতা ঘটনাটি পরিকল্পিত হত্যা বলে জানান। থানা পুলিশ হত্যা ঘটনাটি আড়াল করার জন্য খুনের মামলা রেকর্ড না করে ইউ.ডি মামলা গ্রহণ করে। এই নিয়ে স্থানীয় জনমনে ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর