× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

কিশোরগঞ্জে স্যানিটেশন মাসের র‌্যালি ও আলোচনা সভা

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে
১৬ অক্টোবর ২০১৮, মঙ্গলবার

জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে কিশোরগঞ্জে র‌্যালি, হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা হয়েছে। সোমবার সকালে শহরের পুরাতন স্টেডিয়ামে বেলুন ও কবুতর উড়িয়ে স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবসের কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী। পরে সেখান থেকে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে হাত ধোয়া প্রদর্শনীর আয়োজন করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মশিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আব্দুল্লাহ আল মাসউদ।
এছাড়া জেলা ব্র্যাক ব্যবস্থাপক খোরশেদ আলম, কেয়ার বাংলাদেশ এর টেকনিক্যাল ম্যানেজার এসএম তালেবুল হাসান, জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, জেলা ক্যাব সভাপতি আলম সারোয়ার টিটু, কিশোরগঞ্জ সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আবু জাকারিয়া, সাংবাদিক মুশফিকুর রহমান প্রমুখ আলোচনায় অংশ নেন। আলোচনা সভা সঞ্চালনা করেন কিশোরগঞ্জ সদর উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবুল বাশার। আলোচকগণ ‘টেকসই উন্নয়ন স্বাস্থ্যসম্মত স্যানিটেশন’ এবং ‘হাত ধোব নিয়মিত থাকবো সবাই স্বাস্থ্যসম্মত’ শ্লোগান দু’টিকে প্রতিপাদ্য করে স্যানিটেশন ও সঠিক নিয়মে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর