× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১১ মে ২০২৪, শনিবার , ২৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৩ জিলক্বদ ১৪৪৫ হিঃ

ময়মনসিংহ পৌরসভাকে সিটি করপোরেশন ঘোষণা করে গেজেট প্রকাশ

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে
১৬ অক্টোবর ২০১৮, মঙ্গলবার

অবশেষে ১৪ই অক্টোবর রাতে ময়মনসিংহ সিটি করপোরেশনের গেজেট প্রকাশ করা হয়েছে। মহামান্য প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ’র আদেশক্রমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান স্বাক্ষরিত ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রজ্ঞাপন (নং-১২৫৪৮) গেজেট, প্রকাশিত হয়েছে। স্থানীয় সরকার (সিটি করপোরেশন-২ শাখার) আইন ও ক্ষমতাবলে সরকার ময়মনসিংহ পৌরসভার পৌর এলাকার ৩২টি মৌজার সমন্বয়ে ময়মনসিংহ সিটি করপোরেশন প্রতিষ্ঠা করা হলো। বর্ণিত এলাকাসমূহ ময়মনসিংহ সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত হবে। ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান জানান, বিধি অনুযায়ী স্থানীয় সরকার মন্ত্রণালয় নবগঠিত ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগ করার মাধ্যমে আনুষ্ঠানিক সিটি করপোরেশনের কার্যক্রম শুরু হবে। ময়মনসিংহ সিটি করপোরেশন গঠনের মধ্য দিয়ে এ অঞ্চলের দীর্ঘদিনের দাবি পূরণ হলো। গেজেট প্রকাশের খবরে অনেকে মিষ্টি বিতরণ করেছেন। প্রকাশিত গেজেট অনুযায়ী ৩২টি মৌজাগুলো হলো- ময়মনসিংহ টাউন, গোহাইলকান্দি, গলগণ্ডা, বলাশপুর, কাশর, ভাটিকাশর, সেহড়া, কৃস্টপুর, কেওয়াটখালী, চকছত্রপুর, রাক্তা, ঢোলাদিয়া, মাসকান্দা, বয়রা-ভালুকা, ছত্রপুর, আকুয়া (আংশিক), বাড়েরা, কল্পা, চর সেহড়া, হাসিবাসী, বাদেকল্পা, বাইসাখাই, খাগডহর, সুতিয়াখালী, রহমতপুর (আংশিক), কিসমত, বেলতলী, দাপুনিয়া (আংশিক), চর ঈশ্বরদিয়া, গোবিন্দপুর, চর রঘুরামপুর ও জেলখানার চর (আংশিক)।
এদিকে, বহুল প্রত্যাশিত ময়মনসিংহ সিটি করপোরেশনের গেজেট প্রকাশিত হওয়ায় ময়মনসিংহ মহানগরসহ জেলাবাসীর মাঝে বইছে আনন্দের জোয়ার।
জাতিরজনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিষ্ঠিত দেশের অষ্টম বিভাগীয় শহরকে সিটি করপোরেশন ঘোষণার মধ্য দিয়ে বিভাগীয় শহরের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হবে বলে সর্বস্তরের নাগরিকবৃন্দ সুদৃঢ় আশা পোষণ করেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর