× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

সিলেট ও মানিকগঞ্জে মিটার রিডারদের কর্মবিরতি

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
১৬ অক্টোবর ২০১৮, মঙ্গলবার

চার দফা দাবি আদায় ও চাকরি নিয়মিতকরণের লক্ষ্যে কর্মবিরতি পালন, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে মিটার রিডার কাম মেসেঞ্জার পদে কর্মরতরা। সিলেট পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর কার্যালয়ের সামনে গতকাল সকাল থেকে বিকাল পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে সিলেট জেলার পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর আওতায় সাতটি জোনাল অফিসের ১৩৭ জন মিটার রিডার কাম মেসেঞ্জার অংশ নেন। মানববন্ধন পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন- সিলেট পল্লীবিদ্যুৎ সমিতির মিটার রিডার কাম মেসেঞ্জোর বিকাশ চন্দ্র দাস, কামাল হোসেন, আব্দুর রকিব, শহিদুল, আব্দুল রাজ্জাক, মিজানুল ইসলাম খান, আসাদ উদ্দিন, সাহেদ মিয়া, আব্দুল আজিজ, আব্দুল খালিক, আব্দুর রহমান, জাহাঙ্গির আলম রায়, মো. ইব্রাহিম, দেব প্রসাদ দে দিপক, কুতুব উদ্দিন, আব্দুল হামিদ, রকিবুল ইসলাম, মোবারক, নয়ন দেবনাথ, তোফাজ্জল হোসেন, নিভাস চন্দ্র দাস, সুনিল চন্দ্র প্রমুখ। এ সময় বক্তারা বলেন- অবিলম্বে চাকরি নিয়মিতকরণ, সব সনদধারীকে পূর্বের নিয়মে পুনঃবহাল, কাজের পরিধি কমানো, পরীক্ষা ও জেলা কোটার বিধান বাতিল না করা হয়। তাহলে তারা কর্মবিরতি চালিয়ে যাবেন ও আরো কঠোর আন্দোলন কর্মসূচি পালন করবেন।
এ ব্যাপারে সিলেট পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. মাহবুবুল আলম জানান, মিটার রিডার কাম মেসেঞ্জারদের স্মারকলিপি যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হবে।
মানিকগঞ্জ
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ থেকে: চাকরি স্থায়ীকরণ ও ছাঁটাইকৃতদের অভিজ্ঞতার আলোকে নিয়োগ দেয়ার দাবিতে মানিকগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির মিটার রিডার ও ম্যাসেঞ্জারদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে।
সোমবার সকাল ৯টা থেকে সদর উপজেলার মূলজান এলাকার কয়েকশ’ মিটার রিডার ও ম্যাসেঞ্জার পল্লীবিদ্যুৎ অফিসের সামনে কর্মবিরতি শুরু করে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর