× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

৬ বলে ৬ ছক্কা আফগান ব্যাটসম্যানের

খেলা

স্পোর্টস ডেস্ক
১৬ অক্টোবর ২০১৮, মঙ্গলবার

প্রতিপক্ষ দলের হয়ে খেলছেন ক্রিস গেইল। আর গেইলদের বিপক্ষেই অনন্য এক কীর্তি গড়লেন আফগান ব্যাটসম্যান হজরতুল্লাহ জাজাই। রোববার আফগানিস্তান প্রিমিয়ার লীগে (এপিএল) বালখ লিজেন্ডের বিপক্ষে এক ওভারে পরপর ছয় বলে ছয়টি ছক্কা হাঁকান কাবুল জাওনানের এই ব্যাটসম্যান। আরব আমিরাতের শারজায় হওয়া এই ম্যাচে হজরতুল্লাহ জাজাই তার এমন কীর্তির ম্যাচেও দলকে জেতাতে পারেননি। ক্রিস গেইলের দল প্রথমে ব্যাট করে তুলেছিল ২৪৪ রান। জবাবে জাজাইয়ের দল কাবুল জাওনান ৭ উইকেট হারিয়ে থামে ২২৩ রানে। ইনিংসের চতুর্থ ওভারের ঘটনা ছিল ওটা। বোলার ছিলেন আফগান লেগ স্পিনার আবদুল্লাহ মাজারি।
মাত্র ১৭ বলে ৬২ রান করে আউট হন জাজাই। তার আগে হাঁকান ৭ ছক্কা এবং ৪টি বাউন্ডারি। ৬২ রানের মধ্যে ৫৮ রানই এসেছে তার চার-ছক্কা থেকে। ক্রিকেট ইতিহাসে এক ওভারে ৬ ছক্কা হাঁকানো অষ্টম ক্রিকেটার হজরতুল্লাহ জাজাই। আর টি-টোয়েন্টিতে এমন ঘটনা এ নিয়ে তৃতীয়বার। এমন কীতি রয়েছে গ্যারি সোবার্স, রবি শাস্ত্রী, হার্শেল গিবস, যুবরাজ সিং, অ্যালেক্স হেলস, মিসবাউল হক এবং রস হুইটলির। জাজাই টি-টোয়েন্টিতে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ডেও ভাগ বসালেন। এর আগে মাত্র ১২ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন গেইল এবং যুবরাজ সিং। রোববার ম্যাচ শেষে জাজাই বলেন, নিজের ক্রিকেট আদর্শ গেইলের সামনে এমন একটা পারফরম্যান্স করতে পেরে খুব খুশি লাগছে। আমি শুধু চেষ্টা করেছি নিজের স্বাভাবিক খেলাটা খেলতে। আমার জন্য অবশ্যই একটি গর্বের সময় এটা। কারণ, এই একটি ইনিংসের মধ্য দিয়ে অনেকগুলো বড় বড় নামের সঙ্গে বসে গেল আমার নাম। তারা সত্যিকারেই এই খেলাটার কিংবদন্তি। আমি সবার আগে আল্লাহর শুকরিয়া আদায় করতে চাই যে, তিনি আমাকে ১২ বলে ফিফটি করার সুযোগ দিয়েছেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর