× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

‘পরের বিশ্বকাপটা হবে আমার’

খেলা

স্পোর্টস ডেস্ক
১৬ অক্টোবর ২০১৮, মঙ্গলবার

রাশিয়া বিশ্বকাপটা ভালো যায়নি আর্জেন্টিনার, ভালো যায়নি জুভেন্টাসে খেলা তারকা ফরোয়ার্ড পাওলো দিবালারও। মেসির পজিশনে খেলার কারণে প্রায় ম্যাচে সাইডবেঞ্চে বসে থাকতে হয়েছে তাকে। ব্রাজিল বিশ্বকাপের ফাইনালিস্ট আর পর পর টানা দুই কোপা আমেরিকার ফাইনালে খেলা আর্জেন্টিনা রাশিয়া থেকে বিদায় নেয় দ্বিতীয় রাউন্ডে। ২০২২ সালে কাতারে বসবে পরবর্তী বিশ্বকাপের আসর। সেই আসরে লিওনেল মেসি খেলবেন কি না সেটা জানা নেই দিবালার। কিন্তু কাতার বিশ্বকাপটা তারই হবে বললেন তিনি। গতকাল এক সাক্ষাৎকারে দিবালা বলেন, যখন আপনি আর্জেন্টিনার জার্সি গায়ে জড়াবেন তখন আপনাকে নিজের সেরাটা দিয়ে লড়াই করতে হবে। কারণ এই দলের হয়ে খেলা অতটা সহজ নয়।
আমি আশা করি কাতার বিশ্বকাপটা হবে আমার। কিন্তু সেই পথ অনেক দূরের। রাশিয়া বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার পর মেসি আপাতত জাতীয় দলের বাইরে। মেসিকে নিয়ে দিবালা বলেন, সবাই জানে মেসি অবিশ্বাস্য খেলোয়াড়। আর মাঠে তিনি কি করতে পারেন সেটাও সবার জানা। ম্যাচে তিনি আমাদের সকলকেই সহযোগিতা করেন। আপাতত জাতীয় দলের বাইরে মেসি। এটা একান্তই তার নিজস্ব সিদ্ধান্ত। আমরা তার জন্য অপেক্ষা করছি। আমরা জানি কোনটা আমাদের দলের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের পর শুধু মেসিই নন, সার্জিও আগুয়েরো, ডি মারিয়া, গঞ্জালো হিগুয়াইনদের ছাড়াই আর্জেন্টিনা খেলেছে তিনটি ম্যাচ। সেখানে পর পর তিন ম্যাচ খেলে কোনোটিতেই হারেনি ভারপ্রাপ্ত কোচ লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। গুয়েতামালার বিপক্ষে ৩-০ গোলে জয়ের পর কলম্বিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে তারা। সর্বশেষ ম্যাচে ইরাকের বিপক্ষে ৪-০ গোলে জেতে আলবিসেলেস্তারা।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর