× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

সৌম্য-এনামুলের ফিফটি, সাজেদুলের ৪ উইকেট

খেলা

স্পোর্টস ডেস্ক
১৬ অক্টোবর ২০১৮, মঙ্গলবার

জাতীয় ক্রিকেট লীগে (এনসিএল) খুলনা বিভাগের হয়ে প্রথম ম্যাচে ম্যাচ বাঁচানো সেঞ্চুরি উপহার দেন সৌম্য সরকার। আর তৃতীয় রাউন্ডের খেলায় আরেকটি দায়িত্বশীল ইনিংস খেললেন এই টপঅর্ডার ব্যাটসম্যান। গতকাল খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে রংপুর বিভাগের বিপক্ষে ৭৬ রান করে আউট হন সৌম্য। তার ১৪১ বলের ইনিংসটিতে ছিল ৮ চার ও ১ ছক্কার মার। টিয়ার-১ এ সৌম্যর মতো এনামুলও প্রথম ম্যাচে রাজশাহীর বিপক্ষে সেঞ্চুরি পান। গতকাল ব্যক্তিগত ৫৬ রান করে আউট হন তিনি। আর প্রথম দিন শেষে টস হেরে ব্যাটিং পাওয়া খুলনার দলীয় সংগ্রহ দাঁড়ায় ২৭২/৭। দলীয় ২৩ রানে প্রথম উইকেট হারানোর পর ১১১ রানের জুটি গড়েন সৌম্য ও এনামুল।
তুষার ইমরান ব্যক্তিগত ১২ রানে ফেরেন। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান জিয়াউর রহমান ৩৩ রানে অপরাজিত থাকেন। আট নম্বরে নেমে ৩৭ রান করেন মেহেদী হাসান। নুরুল হাসান সোহান ১০, আফিফ হোসেন ১৫ রান করেন। বল হাতে নজর কাড়েন রংপুর অধিনায়ক সাজেদুল ইসলাম। একাই চার উইকেট নেন এই পেস বোলিং অলরাউন্ডার। সাজেদুলের বলে এলবিডব্লিউ হয়ে দলীয় ১৭৬ রানে বিদায় নেন সৌম্য। ওপেনার রবিউল ইসলাম রবিকে (১২) ফিরিয়ে প্রথম ব্রেকথ্রু আনেন সাজেদুল। তার অন্য দুই উইকেট তুষার ইমরান ও সোহানের।

তাসকিন-জাবিদের জুটির লড়াই
বগুড়ায় দ্বিতীয় স্তরের ম্যাচে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে ৬/২৬৬ সংগ্রহ নিয়ে দিন শেষ করে ঢাকা মেট্রো। দলীয় ২১৬ রানে ৬ উইকেট খোয়ানোর পর অবিচ্ছিন্ন জুটিতে মাঠ ছাড়েন জাবিদ হোসেন ও তাসকিন আহমেদ। উইকেটরক্ষক জাবিদ ৭৯ ও পেসার তাসকিন ২১ রানে অপরাজিত থাকেন। তার আগে দলীয় ১৪২ রানে পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে ঢাকা মেট্রো। শরিফুল্লাহর (৪৫) সঙ্গে ৭৪ রানের জুটিতে সেই ধাক্কা সামাল দেন জাবিদ। শহীদ চান্দু স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নেন চট্টগ্রাম অধিনায়ক মুমিনুল হক। আগের দুই ম্যাচে ১৫৭ ও ১৮৯ রানের ইনিংস খেলা ওপেনার সাদমান ইসলাম ৩৬ রান করে আউট হন। রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন অর্ধশতক করা শামসুর রহমান (৫০)। ২০ বল খেলে রানআউট হন মোহাম্মদ আশরাফুল (০)। চট্টগ্রামের হয়ে দুইটি করে উইকেট নেন হাসান মাহমুদ ও শাখাওয়াত হোসেন।

বৃষ্টিতে পণ্ড দুই ম্যাচের প্রথম দিন
দ্বিতীয় রাউন্ডের শেষ দিনে বৃষ্টির কারণে চারটি ম্যাচই ড্র হয়। আর তৃতীয় রাউন্ডের শুরুতে দুই ম্যাচে একটি বলও মাঠে গড়ায়নি। বরিশালের বিভাগীয় স্টেডিয়ামে বরিশাল ও রাজশাহী বিভাগের মধ্যকার প্রথম স্তরের ম্যাচের প্রথম দিন পরিত্যক্ত হয়। আর কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় স্তরের খেলায় ঢাকা বিভাগ ও সিলেট বিভাগের প্রথম দিনও বৃষ্টিতে ভেসে যায়। এনসিএলের প্রথম স্তরে এখনো কোনো ফলাফল আসেনি। প্রথম রাউন্ডের দুই ম্যাচই (রংপুর-বরিশাল ও খুলনা-রাজশাহী) ড্র হয়। বিপরীতে জয় দিয়ে ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্ট শুরু করে ঢাকার দুই দল ঢাকা বিভাগ ও ঢাকা মেট্রো যথাক্রমে চট্টগ্রাম ও সিলেটের বিপক্ষে। আর দ্বিতীয় রাউন্ডে ঢাকার দুই দলের লড়াইয়ে বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর