× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

দেশীয় পণ্যের মানকে শক্তিশালী করতে হবে- শিল্পমন্ত্রী

দেশ বিদেশ

অর্থনৈতিক রিপোর্টার
১৬ অক্টোবর ২০১৮, মঙ্গলবার

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, গুণগতমানের পণ্য উৎপাদনের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে দেশীয় পণ্যের অবস্থান শক্তিশালী করতে হবে। চতুর্থ শিল্প বিপ্লবের সঙ্গে সামঞ্জস্য রেখে বিএসটিআইকে জাতীয় মান প্রণয়ন, নির্ধারণ ও সংরক্ষণ করতে হবে। একই সঙ্গে বিএসটিআইয়ের কর্মকর্তাদেরকেও পেশাদারিত্বের পরিচয় দিতে হবে। গতকাল রাজধানীর বিএসটিআই কার্যালয়ে ‘চতুর্থ শিল্প বিপ্লবের প্রেক্ষাপটে আন্তর্জাতিক মান’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিশ্বমান দিবস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন। প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী বলেন, বিএসটিআই জাতীয়পর্যায়ে একমাত্র মান নির্ধারণী প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের কর্মকাণ্ডের ওপর গুণগত শিল্পায়ন এবং জনগণের জীবনের সুরক্ষার বিষয়টি নির্ভর করে। তাই বিএসটিআইয়ের আধুনিকায়ন আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
প্রতিষ্ঠানটির সক্ষমতা বাড়াতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। শিল্পমন্ত্রী বলেন, জনগণের দোরগোড়ায় বিএসটিআই’র সেবা পৌঁছে দিতে সরকার জেলাপর্যায়ে বিএসটিআই’র কার্যক্রম সমপ্রসারণের উদ্যোগ নিয়েছে। এর ফলে জনগণের মাঝে পণ্য ও সেবার মানবিষয়ক সচেতনতা বাড়বে। একই সঙ্গে বাড়বে দেশব্যাপী মানসম্পন্ন পণ্য উৎপাদনও। বিএসটিআই’র মহাপরিচালক সরদার আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শিল্পমন্ত্রণালয়ের সচিবের রুটিন দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত সচিব বেগম পরাগ, বিএসটিআই’র পরিচালক (মান) মো. সাজ্জাদুল বারী।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর