× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

ডোপ পরীক্ষার নোটিশে বাকরুদ্ধ বোল্ট

খেলা

স্পোর্টস ডেস্ক
১৬ অক্টোবর ২০১৮, মঙ্গলবার

আমি এখনো পেশাদার ফুটবলার হইনি। আমাকে কেন ড্রাগ পরীক্ষার নোটিশ দেয়া হয়েছে? এভাবেই অস্ট্রেলিয়া অ্যান্টি ডোপিং অথরিটির (আসাডা) বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান উসাইন বোল্ট। গত বছর অ্যাথলেটিকস থেকে অবসর নেন জ্যামাইকান স্প্রিন্ট কিংবদন্তি। পেশাদার ফুটবলার হওয়ার লক্ষ্যে অস্ট্রেলিয়ান ‘এ’ লীগ ক্লাব সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের হয়ে অনুশীলন করছেন ৩২ বছর বয়সী বোল্ট। শুক্রবার মেরিনার্সের হয়ে প্রীতি ম্যাচে একাদশে সুযোগ পেয়েই জোড়া গোলের ঝলক দেখান আটবারের অলিম্পিক গোল্ড মেডেল জয়ী। কিন্তু অস্ট্রেলিয়ায় ফুটবলার হতে গিয়ে বিপাকে পড়লেন বিশ্বের দ্রুততম মানব। ইন্সটাগ্রামে ড্রাগ টেস্টের নোটিশ পোস্ট করে বোল্ট বলেন, ‘আমি ফুটবলার হওয়ার জন্য ট্র্যাক এন্ড ফিল্ড থেকে অবসর নিয়েছি। কিন্তু দেখুন আমার হাতে কী ধরিয়ে দেয়া হয়েছে।
আমি কীভাবে আজ ড্রাগ পরীক্ষা দেব? আমি তো এখনো পেশাদার ফুটবলার হইনি। এখনো ক্লাবের সঙ্গে পেশাদার চুক্তিই করিনি। আমি এখন পেশাদার অ্যাথলেট হলে ঠিক ছিল।’ আসাডা’র অনুরোধে অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশন এই নোটিশ ইস্যু করে। ধারণা করা হচ্ছে, ট্রায়াল দিলেও মেরিনার্সের নিবন্ধনভুক্ত খেলোয়াড় বোল্ট। এ কারণেই ড্রাগ পরীক্ষার প্রশ্ন ওঠে। আসাডা’র নিয়ম অনুযায়ী, অ্যাথলেট হিসেবে কোনো ব্যক্তি যদি কোনো খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে ন্যাশনাল অ্যান্টি ডোপিং প্রকল্পের আওতায় পড়বে। গত আগস্টে অনুশীলন করার জন্য মেসিনার্সে যোগ দেন বোল্ট। ক্লাবটির হয়ে দুইটি প্রীতি ম্যাচ খেলেছেন ১০০ মিটার ও ২০০ মিটার দৌড়ে বিশ্ব রেকর্ডধারী। মেরিনার্সের আগে বরুশিয়া ডর্টমুন্ড, দক্ষিণ আফ্রিকার ক্লাব সানডাউন্স ও নরওয়ের স্ট্রমসগডসেটের হয়ে অনুশীলন করেন বোল্ট। আগামী ১৯শে অক্টোবর শুরু হবে অস্ট্রেলিয়ান ‘এ’ লীগ মৌসুম। এখনো বোল্টের সঙ্গে পেশাদার চুক্তি করার ব্যাপারে কিছু জানায়নি মেরিনার্স ক্লাব কর্তৃপক্ষ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর