× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

৩২ বছর পর

বিনোদন

স্টাফ রিপোর্টার
১৭ অক্টোবর ২০১৮, বুধবার

মইনুল ইসলাম খান, একজন প্রখ্যাত সুর স্রষ্টা। তার হাত ধরে এদেশের অনেক গুণী শিল্পীর কণ্ঠে অনেক জনপ্রিয় গান সৃষ্টি হয়েছে। আধুনিক গানে একজন মইনুল ইসলাম খানকে যত বেশি পাওয়া গেছে, চলচ্চিত্রের গানে তাকে তেমন পাওয়া যায়নি। মাত্র একটি চলচ্চিত্রের গানেই তার উপস্থিতি ছিল। অবশ্য এর কারণও ছিল। মইনুল ইসলাম খানের ভাষ্যমতে, চলচ্চিত্রের গানে নিজের সুর-সংগীতের মৌলিকত্ব বজায় রাখতে গিয়ে অনেকের ফরমায়েশি কাজ তিনি করতে চাননি বলেই একটিমাত্র চলচ্চিত্রে কাজ করার পর বিগত ৩২ বছরে তাকে আর নতুন কোনো চলচ্চিত্রের গানের সুর-সংগীতে পাওয়া যায়নি। ৩২ বছর পর বিশিষ্ট এই সংগীত পরিচালক আবারো নতুন একটি চলচ্চিত্রের সংগীত পরিচালনার দায়িত্ব নিয়েছেন। তুহিন তোফাজ্জল প্রযোজিত ও পরিচালিত এ চলচ্চিত্রের নাম ‘কবি’।
৩২ বছর আগে ১৯৮৬ সালে ‘নাফরমান’ চলচ্চিত্রের সংগীত পরিচালনা করেছিলেন মইনুল ইসলাম খান। এর মহরতে তখন গান গেয়েছিলেন এন্ড্রু কিশোর ও কনকচাঁপা। দীর্ঘ ৩২ বছর পর আবারো মইনুল ইসলাম খানের সুর-সংগীতে ‘কবি’ চলচ্চিত্রে গান গাইলেন কনকচাঁপা। এই গানে তার সঙ্গে গেয়েছেন নবীন কণ্ঠশিল্পী ইমরান এইচ চৌধুরী। গানের কথা হচ্ছে ‘জীবনে যা কিছু চাওয়া, তোমাকে ভালোবেসে পেয়েছি, মনের ভেতর তুমি আছো লুকিয়ে, হৃদয়ের আয়নায় দেখে নিয়েছি’। গানের কথা লিখেছেন তুহিন তোফাজ্জল। গত ১৪ই অক্টোবর রাজধানীর মগবাজারের একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। ‘কবি’ চলচ্চিত্রে নায়ক-নায়িকার ভূমিকায় থাকবে তামিম রাজ ও তাসনুভা রোজ। শিগগিরই চলচ্চিত্রটির শুটিং শুরু হবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর