× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

চকরিয়ায় শিশু খুনের ঘটনায় মামলা

বাংলারজমিন

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
১৭ অক্টোবর ২০১৮, বুধবার

চকরিয়া স্কুলছাত্র ফখর উদ্দিন (১০) খুনের ঘটনায় থানায় মামলায় করা হয়েছে। গতকাল বিকালে নিহতের পিতা আমসাদ আলী বাদী হয়ে এ মামলা করেন। এদিকে এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলার প্রধান আসামি নুরুল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলমগীর বলেন, ‘নিহতের পিতা আমসাদ আলী বাদী হয়ে চকরিয়া থানায় নুরুল আমিনকে প্রধান আসামি করে দুই জনের বিরুদ্ধে মামলা করেন।’ মামলার বাদী আমসাদ আলী বলেন, ‘ফখর ও সাইফুল একই স্কুলের ছাত্র। ফুটবল খেলাকে কেন্দ্র করে কথাকাটাকাটি হয়। এ সময় সাইফুলের পিতা নুরুল আমিন গিয়ে ফখরের অণ্ডকোষে লাথি মারে। এতে সে ঘটনাস্থলেই মারা যায়।’
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ‘নিহতের পরিবারের অভিযোগের  ভিত্তিতে ঘটনার সঙ্গে সম্পৃক্ত নুরুল আমিনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃত নুরুল আমিন ও তাঁর ছেলে সাইফুল ইসলামকে আসামি করে মামলা রুজু হয়েছে।
গ্রেপ্তার নুরুল আমিনকে গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
প্রসঙ্গত, ফখর উদ্দিন ও তাঁর বন্ধুরা মিলে গত সোমবার ৫টার দিকে স্কুল ছুটির পর পাশের আবুল কালামের বালুর দিয়ার বগাছড়ির ছড়ার চরে ফুটবল খেলতে যায়। খেলা শেষে যাওয়ার পথে একই স্কুলের ৫ম শ্রেণির ছাত্র সাইফুল ইসলামের সঙ্গে ফুটবল খেলার বিষয় নিয়ে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ফখর উদ্দিনের অণ্ডকোষ টিপে ধরে সাইফুল। এ সময় ফখর মারা যায়। খবর পেয়ে ১৫ই অক্টোবর সোমবার রাত সাড়ে আটটার দিকে তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ।


অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর