× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

ভারতে বিমান বাহিনী প্রধানের ব্যস্ত সময়

দেশ বিদেশ

স্টাফ রিপোর্টার
১৭ অক্টোবর ২০১৮, বুধবার

ভারতে সফররত বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত গতকাল ভারতের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি ভারতীয় বিমান বাহিনী সদর দপ্তরে ভারতীয় বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল বিরেন্দর সিং ধনোয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সাক্ষাৎকালে তারা পারস্পরিক দ্বিপক্ষীয় বিষয়ে মতবিনিময় করেন। এ সময় ভারতীয় বিমান বাহিনীর ভাইস চিফ সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সাক্ষাতের পূর্বে অমর জওয়ান জ্যোতি স্মৃতিস্তম্ভে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান। সেখানে বাংলাদেশ বিমান বাহিনী প্রধানকে ভারতীয় বিমান বাহিনীর একটি চৌকস কন্টিনজেন্ট কর্তৃক গার্ড অব অনার প্রদান করা হয়। এ ছাড়াও বাংলাদেশ বিমান বাহিনী প্রধান ভারতের প্রতিরক্ষা সচিব সঞ্জয় মিত্র, সেনাবাহিনী প্রধান জেনারেল বিপিন রাওয়াত এবং সহকারী নৌবাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং পেশাগত ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন। ভারতে অবস্থানকালে তিনি যোধপুর, ব্যাঙ্গালুরু এবং হায়দ্রাবাদে অবস্থিত ভারতীয় বিমান বাহিনীর স্থাপনাসহ বিভিন্ন সামরিক প্রতিষ্ঠান পরিদর্শন করবেন।
বিমান বাহিনী প্রধানের এই সফর দুই দেশের বিমান বাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর