× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শওয়াল ১৪৪৫ হিঃ

বৃটিশ রাজপরিবারে আসছে নতুন সদস্য

দেশ বিদেশ

মানবজমিন ডেস্ক
১৭ অক্টোবর ২০১৮, বুধবার

বৃটিশ প্রিন্স হ্যারির স্ত্রী মেগান মার্কেল সন্তানসম্ভবা। আসছে বসন্তেই তার কোলজুড়ে আসতে পারে নতুন শিশু। বাকিংহাম প্যালেস আনুষ্ঠানিকভাবেই এই ঘোষণা দিয়েছে। বিয়ের পর প্রথম কোনো বৃহৎ বৈদেশিক সফরে হ্যারি ও মার্কেল অস্ট্রেলিয়া পৌঁছানোর কয়েক ঘণ্টার মধ্যেই এই সংবাদ দেয় রাজপ্রাসাদ। ফোর্বসের খবরে বলা হয়, মার্কেল গর্ভবতী। এ নিয়ে অনেকদিন ধরেই সংবাদমাধ্যমে গুঞ্জন চলছিল। গত শুক্রবার প্রিন্স হ্যারির কাজিন প্রিন্সেস ইউজিনির বিয়েতে মার্কেলের অস্বাভাবিক পোশাক দেখা যায়। এ ছাড়া অস্ট্রেলিয়ার সিডনিতে পৌঁছে বিমান থেকে নামার সময় নিজের পেটের সামনে ফোল্ডার ধরে ছিলেন মার্কেল।
ফলে গুঞ্জন আরো জোরালো হয়ে ওঠে। অবশেষে আনুষ্ঠানিক বিবৃতিতেই সব স্পষ্ট হলো। রাজপরিবারের বিশেষজ্ঞরা বলছেন, নিজের গর্ভাবস্থার ১২তম সপ্তাহে রয়েছেন মার্কেল। বৃটিশ সংবাদমাধ্যমে অবশ্য আগেই খবর এসেছে যে, শুক্রবারের রাজকীয় বিয়েতে উপস্থিত হয়েই নিজের গর্ভাবস্থার কথা রাজপরিবারকে জানান মার্কেল-হ্যারি দম্পতি। কেনসিংটন প্রাসাদের মুখপাত্র বলেছেন, এই সংবাদে মার্কেলের মা-ও বেশ খুশি। তিনি নিজের প্রথম নাতি/নাতনিকে দেখতে উন্মুখ হয়ে আছেন। রাজপরিবারের সিংহাসনের সপ্তম উত্তরাধিকারী হবে হ্যারি-মার্কেলের সন্তান। তবে সামনের দিনগুলোতে বেশ ব্যস্ত সময় কাটাতে হবে এই রাজদম্পতিকে। ১৬ দিনেই অংশ নিতে হবে ৭৬টি অনুষ্ঠানে। তবে রাজপ্রাসাদ থেকে বলা হয়েছে, মার্কেল অস্ট্রেলিয়া যাওয়ার আগে স্বাস্থ্য পরামর্শ নিয়েই গেছেন। বিবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে, তাদের সন্তান হবেন প্রিন্স জর্জ, প্রিন্স শার্লোট ও প্রিন্স লুইয়ের প্রথম কাজিন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর